জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:৫১:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা !

চাইছি তোমার বন্ধুতা (ভিডিও সহ )

| ১৯ শ্রাবণ ১৪২১ | Sunday, August 3, 2014

Photo: চাইছি তোমার বন্ধুতা http://kolkata24x7.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/friendship-day.html

আজ ‘World Friendship Day’৷ প্রতি বছর অগাস্টের প্রথম রবিবার বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে। সবাই বলে আজ নাকি বন্ধুত্বের দিন৷ এই দিনে কার্ড, গিফট, হলুদ গোলাপের আদান-প্রদান তো রয়েইছে, সেটা হল বন্ধুত্বের ‘টোকেন’। কিন্তু সব থেকে জরুরি বোধ হয় ফ্রেন্ডশিপ ব্যান্ড। এবং তারও একটা ইতিহাস আছে।

কোনও বড় দোকানে গেলে খেয়াল করে দেখ, বেশির ভাগ ব্যান্ডই বিনুনি করা সুতো বা ফিতে দিয়ে তৈরি। এই নকশাটা এসেছে মধ্য আমেরিকার দেশগুলো থেকে। সেখানকার আদিম জনজাতিতে বন্ধুত্বের বাঁধনটা ছিল ভারী মজবুত। নিজের হাতে ব্রেসলেট তৈরি করে প্রিয় বন্ধুকে পড়িয়ে দিত ওরা। সুতোর বাঁধন আলগা না হওয়া পর্যন্ত বন্ধুও সেটা হাত থেকে খুলত না। নিজে থেকে খুলে ফেলার মানে আড়ি। ‘তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ’। ওরা বিশ্বাস করত, এই ফিতের মধ্যে বন্ধু কোনও ইচ্ছে পুরে দিয়েছে। ব্রেসলেট নিজে থেকে খুলে আসা মানে ইচ্ছে পূরণ হওয়ার সময় হয়েছে।

এখন বিশেষ দিনটা ছাড়াও ফ্রেন্ডশিপ ব্যান্ডের ভারী কদর।  রেড ইন্ডিয়ান মতো হাতে বানাও বা কিনে দাও, জাদু একটা আছে বলেই তো মনে হয়। কারও সঙ্গে একটু ভুল বোঝাবুঝি? একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দাও, অমনি সব মিটমাট। নতুন আলাপ হওয়া কাউকে একটা ব্যান্ড দাও, ব্যস, গড়গড়িয়ে চলল বন্ধুত্বের গাড়ি। ঠিক যেমনটা হয়েছিল কুছ কুছ হোতা হ্যায়-র রাহুল ও টিনার মধ্যে। হয়ত কোথাও লুকিয়ে চোখের জল ফেলে কোনও অঞ্জলিও।

আগেকার দিনে ‘সই’ পাতানোর কথা কে কে শুনেছো? নিশ্চয় বেশিরভাগই বলবে শোনোনি৷ শুনবেই বা কিভাবে? সে তো সেই কোন যুগের কথা৷ আমাদের মা-ঠাকুরমা-দিদিমাদের আমলে এই ‘সই’ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল৷ দু’জন প্রিয় বন্ধুর মধ্যে নাম আদান-প্রদান হত৷ তারা দু’জন একে অপরকে ওই নামেই ডাকবে৷ নামগুলো অনেকসময় নানা ফুলের নামে হত৷ এই যেমন ধরো বেলি, টগর এরকম নানা ধরণের৷

এখনকার বন্ধুত্বগুলো বড্ড বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছে৷ চারদিকে অপরাধ-প্রবণতা এত বেড়ে গিয়েছে, যে বন্ধুত্ব করতে গেলেও মানুষ আজ দু’বার ভাবে৷ এছাড়া এখন তো বন্ধুত্ব এক ক্লিকেই ‘accept’ করা যায়। নিয়ম করে চ্যাটিং৷ সেলফিতে অগুনতি লাইক রোজ বেড়েই চলে। কিছু ‘photo comment’ ৷ পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, সেই বন্ধুই ব্যাক্তিগত জীবনে ডেকে আনছে অভিশাপ৷ Cyber Crime-এর মাত্রা বাড়ছে দিন-দিন৷ বন্ধুত্বের নামে কুকর্মের ইঙ্গিত বয়ে আনছে এইসব ঘটনা৷

এটা কি বন্ধুত্বের পরিণতি? আজ ‘friendship day’ তে আমরা সবাই মিলে ‘promise’ করি চলো,

আরও একবার আমরা সবাই বন্ধু হবো,

নিখাদ বন্ধুত্বে কালো কে সাদা করব

আকাশকে নীলে ভরিয়ে দেব ….

সংবাদ কন্ঠের ফেইসবুক ফ্যান পেইজের এড্রেস : Facebook.com/MySangbad