জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৫, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:১১:০০

এ পাতার অন্যান্য সংবাদ

জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা !

ন্যান্সির আত্মহত্যা চেষ্টার নেপথ্যে

| ৩ ভাদ্র ১৪২১ | Monday, August 18, 2014

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি কেন আত্মহননের চেষ্টা চালিয়েছেন- এ প্রশ্ন এখন সর্বত্র। শনিবার বিকালে নেত্রকোনায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর নেত্রকোনা ময়মনসিংহে চিকিৎসার পর গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকালে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ন্যান্সির অবস্থা স্থিতিশীল এবং অনেকটা বিপদমুক্ত। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ন্যান্সির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন প্রচণ্ড হতাশা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গত কয়েক মাস ধরে ন্যান্সি মানসিক পীড়ায় ছিলেন। রাজনৈতিক বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে একটি পক্ষের রোষানলে পড়েন তিনি। এরপর থেকে থানা পুলিশের হয়রানি, ক্যারিয়ারে আঘাত- এসব নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছিলেন তিনি।

সূত্র জানায়, ২০১২ সালে প্রথম স্বামী সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর গত বছর মা জোৎস্না হক মারা যান। কাছাকাছি সময়ে ন্যান্সি ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হন ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে। নতুন সংসার ও ক্যারিয়ার নিয়ে তিনি যখন ব্যস্ত ঠিক তখন গত অক্টোবরে যোগ হলো রাজনৈতিক ও পেশাগত প্রতিবন্ধকতা। ফেসবুকে ন্যান্সির একটি রাজনৈতিক স্ট্যাটাসের জের ধরে গত প্রায় এক বছর ধরে অনেক কঠিন সময়ের মধ্যে এগোচ্ছিলেন তিনি। সূত্র জানায়, বিএনপিকে সমর্থন করে ন্যান্সির ওই ফেসবুক স্ট্যটাসের কারণে অনেক চড়া মূল্য দিতে হয়েছে তাকে। গত প্রায় আট মাস ধরে ন্যান্সির স্টেজ শোতে ভাটা নামে অবিশ্বাস্য রকমের। একই সঙ্গে বাড়ে রাত-বিরেতে পুলিশি হয়রানি।

এসময় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি বিএনপির পক্ষে কথা বলেছি বলে বর্তমান সরকার ও প্রশাসন আমার প্রায় সকল স্টেজ শো বাতিল করে চলেছে দিনের পর দিন। আমার গ্রামের বাড়িতে রাত-বিরেতে চলছে পুলিশি তল্লাশি। আমি এখন এই বিচার কার কাছে দেবো? গেল ছ’মাসে ন্যান্সি শুধু স্টেজ শো থেকেই বঞ্চিত হননি, তিনি এখনও একরকম নিষিদ্ধ আছেন ফেসবুক কমিউনিটি থেকে। এ নিয়েও ন্যান্সি মাস দু’য়েক আগে মানবজমিনের কাছে ক্ষোভ ও অসহায়ত্বের কথা প্রকাশ করেন। তিনি বলেছেন, স্টেজ শো বন্ধ করে তারা শান্ত হয়নি। এবার আমাকে ফেসবুক থেকেও বিতাড়িত করার প্রক্রিয়া চালু করেছে। কারণ আমি ফেসবুকে একাউন্ট খুললেই এক সপ্তাহের মাথায় সেটা ব্লক হয়ে যাচ্ছে অটোমেটিক!  শুধু তা-ই নয় কোন এক অদৃশ্য শক্তি ‘ন্যান্সি’ নামের প্রায় সবগুলো আইডি রাতারাতি ব্লক করে দিচ্ছে। তাইতো গত ছ’মাসে প্রায় আটবার নিজের নতুন একাউন্ট খুলেও সেটা নিয়মিত চালাতে ব্যর্থ হয়েছি। এ বিষয়টি নিয়েও দারুণ হতাশা ও অপমানের মধ্যে ছিলেন ন্যান্সি।

মিডিয়া কেন্দ্রিক একাধিক সূত্র বলছে, গত ছ’মাস ধরে ন্যান্সি প্রচণ্ড হতাশায় ভুগছিলেন নিজের প্রফেশন নিয়ে। কারণ, নিয়মিত গাইবেন বলে ছ’মাস আগে ঢাকায় স্থায়ীভাবে বাসা ভাড়া করেন ন্যান্সি। দুই কন্যা রোদেলা (প্রথম সংসার) আর নায়লাকে (দ্বিতীয় সংসার) নিয়ে ভালই গুছিয়েছেন ঢাকার সংসার। ঈদের আগে নিজ উদ্যোগে তৈরি ও প্রকাশ করেছেন নতুন একক অ্যালবাম। ঈদের বেশ ক’টি টিভি লাইভে গেয়েছেন হস্যোজ্জ্বল মুখে। ভেবেছিলেন ব্যক্তিগত হতাশা আর প্রফেশনাল প্রতিবন্ধকতা পেরিয়ে ঠিকই এগিয়ে যাবেন। কিন্তু না। ঠিকঠাক এগোতে পারছিলেন না বলেই হয়তো চুপি চুপি ছুটিতে যেতে চেয়েছিলেন প্রতিবন্ধকতা আর হতাশায় ভরা ছোট্ট জীবন থেকে। তাই বুঝি ঢাকা থেকে ১৫ই আগস্ট দুই কন্যাকে নিয়ে খুব নীরবে ওঠেন নেত্রকোনায় নিজের উপার্জনের টাকায় গড়া নিরিবিলি বাড়িটিতে। অতঃপর মুঠোফোন বন্ধ করে মুঠোভর্তি ঘুমের বড়ি সেবন।

এদিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতাল কো-অর্ডিনেটর ডা. আলী আবরার রাব্বী সাংবাদিকদের জানান, ন্যন্সি এখন আইসিইউতে আছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা নিশ্চিত হয়েছেন ন্যান্সি এখন আউট অব ডেঞ্জার। তবে আজ (রোববার) সারাদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে কোন ভিজিটর পরিদর্শন করতে পারবেন না। ব্রিফিং-এ আরও জানানো হয়, ন্যান্সি কর্তব্যরত ডাক্তারের কাছে স্বীকার করেছেন ৪০টি ঘুমের বড়ি খাওয়ার বিষয়টি। এদিকে ন্যান্সির আত্মহত্যা চেষ্টার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের মধ্যে উদ্বেগ আর হতাশা ছড়িয়ে পড়ে। তারা প্রিয় শিল্পীর জীবন ও সুস্থতা কামনা করেন। ন্যান্সির অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনেও ছিল উদ্বেগ আর হতাশার ছাপ।

উৎসঃ   manabzamin

সংবাদ কন্ঠের ফেইসবুক ফ্যান পেইজের এড্রেস : Facebook.com/MySangbad