জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৫৬:২৪

এ পাতার অন্যান্য সংবাদ

জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা !

ক্যারিয়ার ইনফো █ এয়ার হোস্টেস / কেবিন ক্রু

| ১০ ভাদ্র ১৪২১ | Monday, August 25, 2014

রুমা ও রোমেল জমজ ভাই-বোন। সবে কলেজের গণ্ডি পেরিয়েছে। পড়ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারার অদ্ভুত ক্ষমতা রয়েছে ওদের । দুজনেরই কেবিন ক্রু / এয়ারহোস্টেস হওয়ার ইচ্ছা অনেক দিনের। সেই ছোটবেলা থেকেই টিভি পর্দায়, সিনেমায়, বিভিন্ন এয়ারলাইন্সের বিজ্ঞাপনে কেবিন ক্রুদের দেখে দেখে নিজেদের মনে তাদের মতো কেবিন ক্রু / এয়ারহোস্টেস হওয়ার স্বপ্ন বাসা বেধেছে। বাসায় সবাইকে তারা বলেছেও ক্যারিয়ার হিসেবে কেবিন ক্রু ব্যাপারে তাদের বিশেষ দুর্বলতার কথা। রুমা ও রোমেলের ভীষণ ইচ্ছা এ পেশায় নিজেকে জড়ানোর। কিন্তু কীভাবে, কোন্ পথে এগুলে কেবিন ক্রু/ এয়ারহোস্টেস হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবে, জানে না তারা। চেনাজানা তেমন কেউ নেই যারা এ পেশায় রয়েছে। তেমন কাউকে পেলে না হয় সব কিছু ভালভাবে জেনে নেয়া যেত। রুমা ও রোমেলের মতো অনেক তরুণ-তরুণী রয়েছে যারা এয়ার হোস্টেস/কেবিন ক্রু হতে চায়, ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়। উন্নত জীবনের প্রত্যাশীদের তরুণদের জন্যও কেবিন ক্রু একটি আদর্শ পেশা , আকাশে স্বপ্নের ঠিকানা। এয়ার হোস্টেস / কেবিন ক্রু হচ্ছে শর্ট কোর্স, তবে এর চাহিদা বিশ্ব জুড়ে। এর শিক্ষা ব্যয় যথেষ্ট কম। এটি একটি গ্ল্যামারাস চাকরি। এর বেতন যথেষ্ট ভালো এবং রয়েছে অন্যান্য সুবিধা। ✔যোগ্যতা ▬▬▬▬ এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে নিজের ক্যারিয়ার বেছে নিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি ( নুন্যতম জিপিএ ২) ‘ও’ লেভেল পাস হতে হবে। বয়স ন্যুনতম ১৬ বছর। উপস্থিত বুদ্ধি-ধৈর্য্য ও সহনশীলতা, যেকোন পরিবেশে মানিয়ে নেয়ার ক্ষমতা, বিরক্তির মুহুর্তেও নিজেকে স্বাভাবিক রাখার ক্ষমতা এই চাকরিতে সফলতা এনে দেবে। * সন্তান থাকলেও আবেদন করা যায়। * এয়ারলাইন্সে কাজ পাওয়ার জন্য ত্বকের রঙ কোনো সমস্যা নয়। * * তথ্যগুলি এয়ারলাইন্সে ভেদে পরিবর্তিত হতে পারে । ✔ বেতন ও আয় ▬▬▬▬▬▬ এই পেশার যে লাইফ স্টাইল এবং রোমাঞ্চকর অনুভূতি তা সহজেই তরুণ তরুণীদের আকর্ষণ করে। এছাড়া বেতন ও রোজগারও ভাল। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো লক্ষাধিক, ব্রিটিশ সিঙ্গাপুর সহ অন্যান্য এয়ার লাইন্সে কেবিন ক্রু ১ লাখ টাকারও বেশি আয় করে থাকে। কেবিন ক্রু যখন যে দেশে যায় তার সে দেশে থাকা খাওয়ার খরচ ও ফ্লাইং আওয়ার ভিত্তিতে ভাতা পেয়ে থাকে। অন্যান্য পেশার চাকরির মত এই পেশায় রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল বেনিফিট, আবাসন সহ বিভিন্ন সুবিধাবলী। ✔যেখানে প্রশিক্ষণ নিতে পারেনঃ ▬▬▬▬▬▬▬▬▬▬ ব্যঙের ছাতার মত অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এদের অনেকে আবার বন্ধ হয়ে গেছে।তাই সচেতনতা জরুরি।বাংলাদেশে গত ১০ বছর ধরে একমাত্র ” />

রুমা ও রোমেল জমজ ভাই-বোন। সবে কলেজের গণ্ডি পেরিয়েছে। পড়ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারার অদ্ভুত ক্ষমতা রয়েছে ওদের । দুজনেরই কেবিন ক্রু / এয়ারহোস্টেস হওয়ার ইচ্ছা অনেক দিনের। সেই ছোটবেলা থেকেই টিভি পর্দায়, সিনেমায়, বিভিন্ন এয়ারলাইন্সের বিজ্ঞাপনে কেবিন ক্রুদের দেখে দেখে নিজেদের মনে তাদের মতো কেবিন ক্রু / এয়ারহোস্টেস হওয়ার স্বপ্ন বাসা বেধেছে। বাসায় সবাইকে তারা বলেছেও ক্যারিয়ার হিসেবে কেবিন ক্রু ব্যাপারে তাদের বিশেষ দুর্বলতার কথা। রুমা ও রোমেলের ভীষণ ইচ্ছা এ পেশায় নিজেকে জড়ানোর। কিন্তু কীভাবে, কোন্ পথে এগুলে কেবিন ক্রু/ এয়ারহোস্টেস হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবে, জানে না তারা।  চেনাজানা তেমন কেউ নেই যারা এ পেশায় রয়েছে। তেমন কাউকে পেলে না হয় সব কিছু ভালভাবে জেনে নেয়া যেত। রুমা ও রোমেলের মতো অনেক তরুণ-তরুণী রয়েছে যারা এয়ার হোস্টেস/কেবিন ক্রু হতে চায়, ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়।

উন্নত জীবনের প্রত্যাশীদের তরুণদের জন্যও কেবিন ক্রু একটি আদর্শ পেশা , আকাশে স্বপ্নের ঠিকানা। এয়ার হোস্টেস / কেবিন ক্রু হচ্ছে শর্ট কোর্স, তবে এর চাহিদা বিশ্ব জুড়ে। এর শিক্ষা ব্যয় যথেষ্ট কম। এটি একটি গ্ল্যামারাস চাকরি। এর বেতন যথেষ্ট ভালো এবং রয়েছে অন্যান্য সুবিধা।

✔যোগ্যতা

▬▬▬▬

এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে নিজের ক্যারিয়ার বেছে নিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি ( নুন্যতম জিপিএ ২) ‘ও’ লেভেল পাস হতে হবে। বয়স ন্যুনতম ১৬ বছর। উপস্থিত বুদ্ধি-ধৈর্য্য ও সহনশীলতা, যেকোন পরিবেশে মানিয়ে নেয়ার ক্ষমতা, বিরক্তির মুহুর্তেও নিজেকে স্বাভাবিক রাখার ক্ষমতা এই চাকরিতে সফলতা এনে দেবে।

* সন্তান থাকলেও আবেদন করা যায়।

* এয়ারলাইন্সে কাজ পাওয়ার জন্য ত্বকের রঙ কোনো সমস্যা নয়।

* * তথ্যগুলি এয়ারলাইন্সে ভেদে পরিবর্তিত হতে পারে ।

✔ বেতন ও আয় 

▬▬▬▬▬▬

এই পেশার যে লাইফ স্টাইল এবং রোমাঞ্চকর অনুভূতি তা সহজেই তরুণ তরুণীদের আকর্ষণ করে। এছাড়া বেতন ও রোজগারও ভাল। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো লক্ষাধিক, ব্রিটিশ সিঙ্গাপুর সহ অন্যান্য এয়ার লাইন্সে কেবিন ক্রু ১ লাখ টাকারও বেশি আয় করে থাকে। কেবিন ক্রু যখন যে দেশে যায় তার সে দেশে থাকা খাওয়ার খরচ ও ফ্লাইং আওয়ার ভিত্তিতে ভাতা পেয়ে থাকে। অন্যান্য পেশার চাকরির মত এই পেশায় রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল বেনিফিট, আবাসন সহ বিভিন্ন সুবিধাবলী।

✔যেখানে প্রশিক্ষণ নিতে পারেনঃ

▬▬▬▬▬▬▬▬▬▬

ব্যঙের ছাতার মত অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এদের অনেকে আবার বন্ধ হয়ে গেছে।তাই সচেতনতা জরুরি।বাংলাদেশে গত ১০ বছর ধরে একমাত্র ” জবস এওয়ান ডটকম ” সফলতার সাথে ট্রেনিং পরিচালনা করছে।

কোর্সের মেয়াদ ২ মাস।

সপ্তাহে ২ দিন ক্লাস (শুক্রু ও শনিবার )।

সর্বমোট ফি ১৫ হাজার টাকা।

█ হেড অফিসের ঠিকানা : বসুন্ধরা শপিং সেন্টার , লেভেল -৫ , ব্লক -এ , অফিস - ১১ , পান্থপথ , ঢাকা।

█ ব্রাঞ্চ অফিস : যমুনা ফিউচার পার্ক , লেভেল -৪ , ব্লক -এ , অফিস - ৩৬ , কুডিল , প্রগতি স্মরণী , ঢাকা।

ফোন : ৮১৪২২৮০ , ৮১৪৪৪৬০

০১৭২৬ ৬৯২০০০ , ০১৮১১ ৪৪৬৬১১ , ০১৯৭৭ ১২২১২৩ , ০১৭২৬ ৬৯২০০১

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

কিংবা ফেইসবুকে ও যোগাযোগ করতে পারেন facebook.com/bdairhostess

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

দেখতে পারেন সফলতার গল্প  :::  ভিডিও : youtube.com/watch?v=1S0bPI6daKQ