জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ১, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:১৫:৫১

এ পাতার অন্যান্য সংবাদ

Career Opportunity কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক বিভিন্ন পদে লোক নিবে শীর্ষ চাকরির পোর্টাল জবস এওয়ান ডটকম ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ

চাকরির বিজ্ঞপ্তির আড়ালে প্রতারণার ফাঁদ

| ২৫ কার্তিক ১৪২১ | Sunday, November 9, 2014

Photo: বিজ্ঞপ্তির আড়ালে প্রতারণার ফাঁদ ▬▬>> বিস্তারিত :: sangbadkantha.com/432  মাদারীপুরের নিম্নবিত্ত পরিবারের সন্তান তারিক। সবে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে। বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) বাবা। মা বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ছোট দু’টি- তমা আর রিমা। অভাবের সংসারে কিছু একটা করার প্রবল তাড়না থেকে পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখ বুলাতে শুরু করে তারিক।  বলাবাহুল্য সহজেই পেয়ে যান সহজ শর্তে চাকরির লোভনীয় বিজ্ঞাপন। কোম্পানি সম্পর্কে তার কোনো ধারণা নেই। লেখা আছে- চাকরির জন্য কোনো জামানত প্রয়োজন নেই। বেতন ১০ হাজার টাকা। কাজ টেক্সটাইল মিলে হিসাব নিকাশ করা। এক মুহূর্তও অপেক্ষা না করে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া ফোননম্বরে যোগাযোগ করে তারিক। অপর প্রান্ত থেকে তাকে জানানো হয় কাগজপত্র নিয়ে দ্রুত বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় হাজির হতে।  প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্রুত রাজধানীতে চলে আসে তারিক। উপস্থিত হয় নির্ধারিত ঠিকানা বিজয় নগর এলাকার ৭০/এ নম্বর বাড়িতে (জাতীয় স্কাউট ভবনের পাশে)। কয়েক মিনিটের মধ্যেই তারিকের হাতে ‘বিআরবি টেক্সটাইল’ নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে নিয়োগপত্রও দেয়া হয়। তারিক তো আনন্দে আত্মহারা হয়ে যায়। এ চাকরির কল্যাণে সে সংসারের অভাব ঘুচানোর স্বপ্ন দেখে। বাড়িতে ফোন করে সাথে সাথে সুখবরটি জানিয়ে দেয়। ছেলের চাকরি হয়েছে শুনে মা-বাবাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন।  নিয়োগপত্রে উল্লেখিত দিনে তারিক চলে যায় অফিসে। অফিস বেশ পরিপাটি>> বিস্তারিত :: sangbadkantha.com/432

মাদারীপুরের নিম্নবিত্ত পরিবারের সন্তান তারিক। সবে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে। বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) বাবা। মা বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ছোট দু’টি- তমা আর রিমা। অভাবের সংসারে কিছু একটা করার প্রবল তাড়না থেকে পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখ বুলাতে শুরু করে তারিক।

বলাবাহুল্য সহজেই পেয়ে যান সহজ শর্তে চাকরির লোভনীয় বিজ্ঞাপন। কোম্পানি সম্পর্কে তার কোনো ধারণা নেই। লেখা আছে- চাকরির জন্য কোনো জামানত প্রয়োজন নেই। বেতন ১০ হাজার টাকা। কাজ টেক্সটাইল মিলে হিসাব নিকাশ করা। এক মুহূর্তও অপেক্ষা না করে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া ফোননম্বরে যোগাযোগ করে তারিক। অপর প্রান্ত থেকে তাকে জানানো হয় কাগজপত্র নিয়ে দ্রুত বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় হাজির হতে।

প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্রুত রাজধানীতে চলে আসে তারিক। উপস্থিত হয় নির্ধারিত ঠিকানা বিজয় নগর এলাকার ৭০/এ নম্বর বাড়িতে (জাতীয় স্কাউট ভবনের পাশে)। কয়েক মিনিটের মধ্যেই তারিকের হাতে ‘বিআরবি টেক্সটাইল’ নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে নিয়োগপত্রও দেয়া হয়। তারিক তো আনন্দে আত্মহারা হয়ে যায়। এ চাকরির কল্যাণে সে সংসারের অভাব ঘুচানোর স্বপ্ন দেখে। বাড়িতে ফোন করে সাথে সাথে সুখবরটি জানিয়ে দেয়। ছেলের চাকরি হয়েছে শুনে মা-বাবাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

নিয়োগপত্রে উল্লেখিত দিনে তারিক চলে যায় অফিসে। অফিস বেশ পরিপাটি। নিজের চেয়ার খুঁজতে গেলেই শুরু হয় বিপত্তি। অফিসের পিয়ন তাকে জানায় এই অফিসে চাকরি করতে হলে চেয়ার টেবিল নিজেকেই কিনে আনতে হয়। অবশ্য ১০ হাজার টাকা দিলে পিয়নরা কিনে এনে দেয়। এমন কথা শুনে তারিকের চোখতো কপালে। এতো টাকা সে কোথায় পাবে! এই চিন্তায় আর সেদিন অফিস করা হলো না তারিকের। রাতেই ফিরে যায় বাড়িতে। মা-বাবাকে বিষয়টি জানায়।

এদিকে ছেলের চাকরি হয়েছে এই সংবাদ সবাইকে জানানো হয়ে গেছে তারিকের পরিবারের। এখন যদি চেয়ার টেবিল কেনার ১০ হাজার টাকার জন্য ছেলের চাকরিটা ফসকে যায় তাহলেতো গ্রামে মুখ দেখানো যাবে না। এতো টাকাওতো নেই। একটা ছাগল বিক্রি করে বড়জোর হাজার সাতেক টাকা হবে। পরে ছাগলটি বিক্রি করার সিদ্ধান্ত হয়। বাকি ৩ হাজার টাকা আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার নেয় পরে মাসে বেতন পেলে শোধ দেয়ার প্রতিশ্রুতিতে।

পরিবারের সর্বস্ব বিকিয়ে ১০ হাজার টাকা নিয়ে চলতি নভেম্বর মাসের ৫ তারিখে অফিসে আসেন তারিক। অফিসে ঢুকতেই পিয়নরা জানতে চায় চেয়ার-টেবিল কেনার টাকা এনেছে কি না। ‘হ্যাঁ’ বলার সাথে সাথেই শুরু হয়ে যায় উত্তম-মাধ্যম। পরে তারেককে একটি অন্ধকার কক্ষে নিয়ে সব টাকা-পয়সা কেড়ে নিয়ে চোর বলে অফিস থেকে তাড়িয়ে দেয় বিআরবি টেক্সটাইল নামের প্রতিষ্ঠানটি। তারেক রক্তাক্ত অবস্থায় অফিস থেকে নিচে নেমে দৌড়াতে থাকে।

এসময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরে পড়ে তারিক। তারা কাছ থেকে বিস্তারিত শুনে ওই অফিসে যায়। সেখানে তল্লাশি চালিয়ে অফিসের ভেতরের গোপন কক্ষে আটকে রাখা আরো চার যুবককে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে জানা যায়, তাদেরও একইভাবে প্রতারিত করেছে প্রতিষ্ঠানটি।

পরে টহল পুলিশের একটি দল এসে ওই অফিস থেকে সুমাইয়া শরীফ, সালমা আহমেদ এবং রুদ্র নামের এক যুবককে আটক করে। কিন্তু প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তি ধরাছোয়াঁর বাইরেই থেকে যায়।-বাংলামেইল২৪