জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১৪:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা !

শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের বক্তব্যের সঙ্গে একমত নয় পুলিশ

| ১১ অগ্রহায়ন ১৪২১ | Tuesday, November 25, 2014

Photo: শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের বক্তব্যের সঙ্গে একমত নয় পুলিশ ▬▬>> বিস্তারিত :: sangbadkantha.com/451  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নয় পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন গতকাল এক সংবাদ সম্মেলেন বলেন, ‘এখনই বলা যাবে না যে তারা (র‌্যাব) যা বলেছে সেটাই শতভাগ সঠিক।’  এর আগে গত রোববার এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নারীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার হয়েছেন।  কোনো নারীর সঙ্গে অধ্যাপক অসৌজন্যমূলক আচরণ করেছিলেন কি না, জানতে চাইলে কমিশনার বলেন>> বিস্তারিত :: sangbadkantha.com/451

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নয় পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন গতকাল এক সংবাদ সম্মেলেন বলেন, ‘এখনই বলা যাবে না যে তারা (র‌্যাব) যা বলেছে সেটাই শতভাগ সঠিক।’

এর আগে গত রোববার এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নারীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার হয়েছেন।

কোনো নারীর সঙ্গে অধ্যাপক অসৌজন্যমূলক আচরণ করেছিলেন কি না, জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমরা এখনো ওই নারীর কোনো হদিস পাইনি।’

১৫ নভেম্বর দুপুরে রাজশাহী মহানগরের চৌদ্দপাই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম খুন হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

গতকাল বিকেলে ওই মামলার অগ্রগতি জানাতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার‌্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পুলিশ কমিশনার ছাড়াও উপকমিশনার (পূর্ব) এস এম নাহিদুল ইসলাম বক্তব্য দেন। উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী, শাহ গোলাম মাহমুদ এবং মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

অধ্যাপক খুনের ঘটনায় র‌্যাবের দেওয়া বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কমিশনার বলেন, ‘কেউ যদি নিজের মুখে বলে আমি খুন করেছি, আর অমনি সেটা বিশ্বাস করতে হবে, সেটা তদন্তকারীর কাজ নয়। তদন্তের সময় দেখতে হয় আসলেই তিনি নিজে খুন করেছেন, না কাউকে বাঁচাতে সেটা বলছেন। সাক্ষ্য-প্রমাণ দিয়ে অভিযোগটা প্রমাণ করতে হয়।’

এরপর জানতে চাওয়া হয়, ‘খুনিরা যেখানে নিজের মুখে ঘটনা স্বীকার করেছে, সেখানে মানতে বাধা কোথায়?’ জবাবে কমিশনার বলেন, ‘তারা যা বলেছে, সেটা একদিক থেকে এসেছে। আমাদের কাছে যারা আছে, তারাও কিছু তথ্য দিয়েছে। দুই পক্ষকে মুখোমুখি করা হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

সাংবাদ সম্মেলনে বলা হয়, উগ্রবাদী সংগঠন, শিক্ষকের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ঘটনা—এই তিনটি বিষয় সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।

গত রোববার ঢাকায় সংবাদ সম্মেলন করে র‌্যাব ঘটনার উদ্দেশ্য, পরিকল্পনাকারী ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করে। এরপর আর কোনো তদন্তের প্রয়োজন আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, কোথায় কে, কীভাবে হত্যার দায় স্বীকার করল, সেটাই চূড়ান্ত নয়। র‌্যাবের কাছে যারা হত্যার দায় স্বীকার করেছে, সেটা আরেকটা সম্ভাবনা সৃষ্টি করেছে। সেখানে যারা স্বীকারোক্তি দিয়েছে, তারা তো রাজশাহীতে আটক তিন শিবির ক্যাডার নগরের দেওয়ানপাড়ার জিন্নাহ (২০), সাগর (২৩) ও শ্যামপুরের আরিফের (২৪) নাম বলেছে। এখনই বলা যাবে না যে তারা যা বলেছে সেটাই শতভাগ সঠিক। তবে যে যাই বলুক, পুলিশ তা উড়িয়ে দিচ্ছে না বরং তা আমলে নিয়ে নিবিড়ভাবে তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে দুজন প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী দুই খুনির পোশাক উদ্ধার করেছে। বগুড়া থেকে আটককৃতদের মধ্যে সাধন কর্মকারের তৈরি চাপাতি বিক্রেতাও রয়েছে। ঘটনার সঙ্গে যোগসূত্র বের করার কাজে এরা লাগতে পারে। কারণ, বিক্রেতার কাছ থেকে চাপাতি ক্রেতার দেহের গঠনের একটা বর্ণনা পাওয়া গেছে। আবার আনসার আল ইসলাম বাংলাদেশ-২-এর দুই সদস্য মাদ্রাসাশিক্ষক শরীফুল ইসলাম ও অষ্টম শ্রেণির ছাত্র রায়হানুল হক ওরফে স্বাধীনকে আটক করা হয়েছে। এরা প্রত্যক্ষভাবে স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আর পুলিশি রিমান্ডে থাকা সাগর, জিন্নাহ ও আরিফও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সুতরাং এদের মধ্যে একটা যোগসূত্র থাকতেই পারে। এটা পুলিশ খতিয়ে দেখছে।

এ হত্যা মামলায় প্রথম দফায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে আটজনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাঁদের দ্বিতীয় দফার রিমান্ডের শুনানি শেষে রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক শারমিন আক্তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ছয়জনকে গতকাল রাতে ঢাকা জেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ তাঁদের রাজশাহী পাঠানোর কথা রয়েছে।

ছাত্রদলের সংবাদ সম্মেলন: রাজশাহী মহানগর বিএনপির কার‌্যালয়ে মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ। বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন। তাঁরা এ হত্যাকাণ্ড নিয়ে র‌্যাব ও পুলিশের দুই রকম তথ্য প্রকাশে অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৮ নভেম্বর রাজশাহী নগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।-প্রথমআলো