জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১১:২১:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা !

গন্ধ বিলাস

| ১ পৌষ ১৪২২ | Tuesday, December 15, 2015

মহিলা-পুরুষ সকলেই সুগন্ধি বিলাসী। কেউ সিগনেচার পারফিউম ব্যবহার করেন। কেউ আবার নিত্যনতুন পরীক্ষায় বিশ্বাসী। সুগন্ধি ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে। রয়েছে রাখার কায়দাও। কী সেই কায়দা? কেমনই বা সেই সব নিয়ম? সব কিছুর হদিস দিচ্ছে ‘ওবেলা’।

 অনেকে ব্যাগে সব সময় পারফিউম নিয়ে ঘোরেন। কেউ বা কিছুক্ষণ পর পর সুগন্ধি স্প্রে করেন। কিছু নিয়ম জানা থাকলে দিনে একবার গন্ধ ব্যবহার করলেই হবে। পারফিউম স্প্রে করার আগে একটু ময়েশ্চারাইজার মেখে নিন। ড্রাই স্কিন গন্ধ ধরে রাখতে পারে না। খেয়াল রাখবেন ময়েশ্চারাইজারের গন্ধ যেন উগ্র না হয়।

অনেকে জামায় সুগন্ধি লাগান। যেটা একেবারেই ভুল। ভাল সুগন্ধি নিশ্চিন্তে সরাসরি ত্বকে লাগানো যায়। এতে গন্ধ বেশিক্ষণ থ

স্নানঘরে সার সার সুগন্ধি সাজানো থাকলে দেখতে ভাল লাগে ঠিকই, কিন্তু তাতে পারফিউমের বারোটা বেজে যায়! স্নানঘর সাধারণত বদ্ধ হয়, ভেজাভাব থাকে। তার উপর অন্যান্য প্রসাধনী দ্রব্যেরও গন্ধ থাকে। এতে সুগন্ধির নিজস্ব গন্ধ লোপ পেতে থাকে। তাই স্নানঘরের বদলে বরং ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখুন আপনার প্রিয় সুগন্ধি। সবচেয়ে ভাল হয় কাঠের আলমারি বা ড্রয়ারে রাখতে পারলে।

স্নান করার পরেই পারফিউম মেখে নিতে পারেন। স্নানের সময় আমাদের ত্বকের মুখগুলো খুলে যায়। তাই স্নান করে সুগন্ধি ব্যবহার করলে সেটা অনেক বেশি স্থায়ী হয়।

সুগন্ধি বাছাইয়ে সতর্ক হোন। সব জায়গায় ব্যবহার করা যায় এমন গন্ধ বাছুন। কিছু গন্ধ আছে বেশিক্ষণ স্থায়ী হয়। ভ্যানিলা, সি়ডার, উডি কম্পোনেন্ট যুক্ত গন্ধ বেশি সময় ধরে থাকে।

অনেকে পারফিউম লাগিয়ে সেই জায়গাটা ঘষে নেন। পাল্‌সে পারফিউম স্প্রে করে ঘষবেন না। এতে গন্ধ বেশিক্ষণ থাকবে না।

শরীর থেকে একটু দূরত্বে রেখে পারফিউম স্প্রে করুন। এতে শরীরের অনেকটা অংশে গন্ধ ছড়িয়ে পড়বে। স্প্রে করার জন্য ছয় ইঞ্চি দূরত্ব আদর্শ।

চাইলে একাধিক সুগন্ধি লাগিয়ে একটা মিশ্র গন্ধ তৈরি করতে পারেন। বডি মিস্ট আর পারফিউম মিলিয়ে মিশিয়ে লাগাতে পারেন। তবে কোনটার সঙ্গে কোনটা খাপ খাবে, সেটা ভেবে নিতে হবে।

আমাদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্প্রে করলে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হবে। চুলে লাগাতে পারেন। ভাল পারফিউম চুলের কোনও ক্ষতি করবে না। এছাড়া ভাল কোম্পানির হেয়ার স্প্রেও লাগাতে পারেন। কনুইয়ের ভাঁজে গন্ধ বেশি সময় থাকবে। কানের পাশ, ঘাড়, নাভি, হাঁটুর ভাঁজে গন্ধ বেশিক্ষণ স্থায়ী হয়।