জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৩:১২:৪৫

এ পাতার অন্যান্য সংবাদ

জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বাংলাদেশ বিমানে নিয়োগ পাচ্ছে ৩০০ নতুন কেবিন ক্রূ , ছেলেমেয়ে উভয়ই অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ❏ নভো এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় কেবিন ক্রু (নারী ও পুরুষ উভয়ই) পদে চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা !

কারাগারে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত লক্ষ্মীপুরের তাহের পুত্র বিপ্লবের রাজকীয় বিয়ে

| ১৮ শ্রাবণ ১৪২১ | Saturday, August 2, 2014

লক্ষ্মীপুর কারাগারে বেশ ঘটা করে বিয়ে হল বহু ঘটনায় বিতর্কিত স্থানীয় মেয়র আবু তাহেরের ছেলে এ এইচ বিপ্লবের।

বর এ এইচ বিপ্লব নৃশংস এক রাজনৈতিক হত্যাকান্ডের মামলায় যাবজ্জীবন কারাদন্ডের সাজা ভোগ করছেন। ওই মামলায় তার ফাঁসির দন্ড হয়েছিল - যা পরে রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতাবলে মওকুফ করেছিলেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত বিপ্লব কারাগারে আগে থেকেই বিলাসী জীবনযাপন করতেন। কারণে-অকারণে কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে রাখা হতো তাকে। লক্ষ্মীপুরের জেল কর্তৃপক্ষ সব সময় তাহের পরিবারের প্রতি নমনীয় থাকতো। এই সুযোগে সম্প্রতি তাহের পত্নী ও বিপ্লবের মা নাজমা তাহের ছেলের বিয়ের উদ্যোগ নেন।

কনে পৌরসভার ৮নং ওয়ার্ডের লামচরী গ্রামের পণ্ডিত বাড়ির মৃত এডভোকেট আবুল খায়েরের মেয়ে সানজিদা খায়ের।লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ১০ লাখ টাকার দেনমোহর ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারের বিনিময়ে অনুষ্ঠিত হয় এই বিয়ে। একজন মৌলভী প্রথমে কনের কাছে গিয়ে কাবিননামায় সই করান। পরে তিনি যান লক্ষ্মীপুর জেলা কারাগারে। সেখানে কাবিননামায় সই করেন বিপ্লব।

এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান বলেন, কনের সম্মতি থাকলে কাজী সাহেব কারা ফটকে গিয়ে বরের সই নিয়ে বিয়ে পড়াতে পারেন। কারাবিধি অনুযায়ী, এ বিষয়ে অনুমতি দেয়ার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটকে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে তাঁর লাশ কয়েক টুকরা করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকায় আদালত তাহেরপুত্র বিপ্লবকে ফাঁসির দণ্ড দেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বিপ্লব। ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মৃত্যুদণ্ড মাফ করে দেন। পরের বছর রাষ্ট্রপতি আরও দুটি হত্যা মামলায় (মহসিন ও কামাল হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন।

এর আগে ২০০৯ সালে স্কুলছাত্র জাহিদ হত্যা মামলা ও এতিমখানায় অগ্নিসংযোগের মামলা থেকে বিপ্লবকে অব্যাহতি দেওয়া হয়। ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে মামলা দুটি প্রত্যাহার করা হয়।

█ সংবাদ কন্ঠের ফেইসবুক ফ্যান পেইজের এড্রেস : Facebook.com/MySangbad