জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৪৮:০৪

জিমেল থেকে তথ্য পুলিশকে জানায় গুগল

| ২৫ শ্রাবণ ১৪২১ | Saturday, August 9, 2014

একদিক থেকে চিন্তা করলে বিষয়টি ইতিবাচক৷ কারণ শিশু পর্নোগ্রাফি রোধে এবার অত্যন্ত সক্রিয় গুগল৷ এমনকি কেউ তাঁর নিজস্ব জিমেলে সেরকম কিছু লুকিয়ে রাখলে, সেটাও পুলিশকে জানিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি৷ অন্যদিকে এ নিয়ে উদ্বেগও রয়েছে৷

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক হোটেল কর্মীর সম্পর্কে শিশু নিখোঁজ এবং নিগ্রহ প্রতিরোধ বিষয়ক মার্কিন সংস্থা এনসিএমইসিকে তথ্য জানিয়েছিল গুগল৷ ৪১ বছর বয়সি হেনরি স্কিলার্ন তাঁর জিমেইল অ্যাকাউন্টে শিশু পর্নো লুকিয়ে রেখেছিলেন৷ গোয়েন্দাদের পক্ষে এটা জানা সম্ভব ছিল না৷ তবে গুগলের পক্ষে সম্ভব ছিল৷ আর গুগল সেই তথ্য খুঁজে নিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে৷

গুগলের এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছে৷ হিউস্টনের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গোয়েন্দা ডেভিড নেটেলস জানিয়েছেন, স্কিলার্ন এমন জায়গায় তথ্য লুকিয়েছিল যা তাঁর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব ছিল না৷ গুগল এক্ষেত্রে সহায়তা করায় অপরাধী ধরা সহজ হয়েছে৷

সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ভাইরাস বুলেটিন-এর কর্মকর্তা জন হাওয়েস এই বিষয়ে বলেন, ‘‘এই ঘটনার শেষটা সুন্দর৷ একজন খারাপ লোক অপরাধ করেছে এবং ধরা পড়েছে৷”

তবে ব্যাপারটি অন্যভাবে দেখারও সুযোগ রয়েছে বলে মনে করেন জন হাওয়েস৷ বিশেষ করে গুগল তার ব্যবহারকারীদের তথ্য কতটা ঘাটাঘাটি করছে সেটা নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে৷

এটা আগে থেকেই জানা যে, গুগল বিজ্ঞাপন সাজাতে ব্যবহারকারীদের পছন্দ, অপছন্দের বিষয়গুলোর খোঁজ রাখে৷ কিন্তু তাই বলে কি তারা ব্যক্তিগত তথ্যও ঘাটবে? গুগলের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, শুধুমাত্র শিশুদের যৌন নিগ্রহ থেকে বাঁচাতে এসংক্রান্ত তথ্য নিরাপত্তা কর্তৃপক্ষকে জানায় প্রতিষ্ঠানটি৷ এমনকি এ ধরনের ‘কন্টেন্ট সাইট’ থেকে দ্রুত সরিয়েও ফেলা হয়৷

তবে ই-মেল ব্যবহার করে চুরির পরিকল্পনা কিংবা এরকম অন্যান্য অপরাধের পরিকল্পনার কথা নিরাপত্তা সংস্থাকে জানায় না গুগল৷ এনসিএমইসি অপর এক ই-মেলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শিশু নিগ্রহের তথ্য জানানোর ক্ষেত্রে ইন্টারনেটে সেবাদাতাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে৷