জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:২৮:০৫

সাকিব আবারও এক নম্বরে

| ৪ ভাদ্র ১৪২১ | Tuesday, August 19, 2014

Photo: সাকিব আবারও এক নম্বরে ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ >>মূল :: sangbadkantha.com/217  সাকিব আল হাসানের কাছে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংটা বোধ হয় গানের ছন্দের মতোই! এই ওঠে, এই নামে! নিজেও একবার বলেছিলেন, ‘এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না।’ গত বছর ডিসেম্বরের পর টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এলেন সাকিব।  সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিবেরও খেলা হয়নি কোনো টেস্ট। তার পরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন। ১১ আগস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেলেন এক ধাপ। সপ্তাহখানেক পরে এবার আবারও উঠে এলেন এক নম্বরে। বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার একে উঠে এসেছেন মূলত নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বাজে ফর্মের কারণে।  সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে—৩৬৪। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে দুইয়ে চলে যাওয়া রবীচন্দ্রন অশ্বিনের রেটিং ৩৫৭ ও তিনে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮। ২০১১ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে ওঠেছিলেন সাকিব। সেবার এ অলরাউন্ডারের রেটিং ছিল ক্যারিয়ার সেরা ৪০৪।  █ সংবাদ কন্ঠের ফেইসবুক ফ্যান পেইজের এড্রেস : Facebook.com/MySangbad

সাকিব আল হাসানের কাছে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংটা বোধ হয় গানের ছন্দের মতোই! এই ওঠে, এই নামে! নিজেও একবার বলেছিলেন, ‘এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না।’ গত বছর ডিসেম্বরের পর টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এলেন সাকিব।

সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিবেরও খেলা হয়নি কোনো টেস্ট। তার পরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ছিলেন। ১১ আগস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিব নেমে গেলেন এক ধাপ। সপ্তাহখানেক পরে এবার আবারও উঠে এলেন এক নম্বরে। বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার একে উঠে এসেছেন মূলত নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বাজে ফর্মের কারণে।

সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে—৩৬৪। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে দুইয়ে চলে যাওয়া রবীচন্দ্রন অশ্বিনের রেটিং ৩৫৭ ও তিনে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮। ২০১১ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে ওঠেছিলেন সাকিব। সেবার এ অলরাউন্ডারের রেটিং ছিল ক্যারিয়ার সেরা ৪০৪। তথ্যসূত্র: আইসিসি।