জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:২৯:১২

নতুন স্টাইলের প্রতারণা । সাবধান ।

| ১৬ ভাদ্র ১৪২১ | Sunday, August 31, 2014

Photo

Photo

এইটা হলো, একটা নতুন ধরণের প্রতারণা। আপনি দেখবেন যে, আপনার মোবাইল ফোনের নম্বরে কেউ ভুলে দুই/তিন হাজার টাকা রিচার্জ করে ফেলেছে। এখন আপনাকে টাকাটা বি-ক্যাশ বা ফ্রেক্সি-লোড করে ফেরত দিতে হবে। কিন্তু, আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই আসবে না।

গতকাল সন্ধ্যা পৌণে সাতটার দিকে আমার স্ত্রী ফোন করে জানালো যে, তার নম্বরে কউ ভুলে তিন হাজার টাকা ফ্রেক্সি-লোড করে দিয়েছে। এখন ওই লোক ফোন (+8801828634908) করে কান্নাকাটি করছে। টাকাটা ফেরত চাচ্ছে।

আমি বললাম, অপেক্ষা করতে। আমি বাসায় ফিরে যা করার করবো।

রাত দশটার দিকে বাসায় ফিরে SMS-টা দেখলাম। সন্ধ্যা ছয়টা ৪২ মিনিটে এসেছে। খটকা লাগলো SMS-টা ভালো করে পড়ে। 8383 থেকেই এসেছে। টাকার অংক, অ্যাকাউন্ট নম্বর, ট্রানজেকশন আইডি ছাড়াও লেখা আছে ‘accepted for successful’।

আমার স্ত্রীর কাছে জানতে চাইলে ও জানালো, একটি SMS-ই এসেছে। কিন্তু, প্রথম SMS-ই লেখা থাকবে ‘accepted for processing’।

এরমধ্যে, লোকটা ফোন করে কান্নাকাটি করেই যাচ্ছে। তার কাছে টাকা নেই। ময়মনসিংহ থাকে। রিকশা চালায়। আমি বি-ক্যাশ করে টাকা পাঠালে সে তার সন্তানদের রাতের খাওয়া কিনে দিতে পারবে। 

জানতে চাইলাম, ময়মনসিংহের কোথায় থাকে। জবাব আসলো, লোকালে।

বললাম, “আপনি কী ময়মনসিংহের লোকাল লোক?”

জবাব আসলো, ইতিবচাক।

সন্দেহ বাড়তেই শুরু করছে। ময়মনসিংহের স্থানীয়। কিন্তু, কথায় তো ময়মনসিংহের কোনো টান নেই।

লোকটা তার মোবাইল ফোনে ফ্রেক্সি-লোড করতে গিয়ে আমার স্ত্রীর নম্বরে করে ফেলেছে। কিন্তু, দু’টো নম্বরের মধ্যে কোনো মিল নেই।

রিকশাওয়ালা কেনো মোবাইলে তিন হাজার টাকা ফ্রেক্সি-লোড করবে?

কথা না বাড়িয়ে কোন নম্বরে বি-ক্যাশ(01787579347 personal account) করতে হবে সেটা জেনে নিলাম। কিছু না করে ১২৩-এ ফোন করে আমার স্ত্রীর বকেয়া বিলটা কতো জানলাম। বকেয়া বিল ২,৮০০টাকা। আর, সিকিউরিটি ডিপোজিট করা আছে ৫,০০০টাকা। হিসাব তো মেলে না। আমার স্ত্রীর মোবাইলটা বন্ধ করে ক্যামেরুন আর আইভরি কোস্টের খেলা দেখতে বসে গেলাম। সকালে ফোন চালু করতেই ওই লোকের ফোন।

“ভাই, আপনি তো টাকা পাঠালেন না”

জবাবে আমি পুরো হাওয়ার ওপর বললাম, “ব্যবসা তো ভালোই ধরসেন। আপনি ময়মনসিংহে, না ঢাকা? বেইস স্টেশনের ইনফরমেশনে তো বলছে আপনি ঢাকায়।”

ওই যে লাইন কেটে দিলো, আর ফোন আসে না। ফোন করলে একটা নারী কন্ঠ বলছে, ‘সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না’।

-Sumon Mahbub