জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:১৩:৩৫

অবশেষে সেই সুন্দরী প্রতারক ‘ড. জেরিন’ গ্রেফতার

| ১৯ ভাদ্র ১৪২১ | Wednesday, September 3, 2014

Photo: অবশেষে সেই সুন্দরী প্রতারক ‘ড. জেরিন’ গ্রেফতার ▬▬>> বিস্তারিত ::SangbadKantha.com/291  ‘ড. জেরিন বলছি। গত সপ্তাহে বোস্টন থেকে এলাম। আমার স্বামীও একজন ডাক্তার। কাফরুলে বাড়ি তৈরি করার কাজে হাত দিয়েছি। অনেক টাকার রড-সিমেন্ট লাগবে। লাখ পাঁচেক টাকা অ্যাডভান্স দিতে চাই।’   শারমীন বলেন, সপ্তাহে দু-তিনটি বাসার টার্গেট করা হয়। বাবুল রেন্ট-এ-কারের কাছ থেকে নিয়মিত তারা দামি গাড়ি ভাড়া করেন। প্রতারণা শেষে নির্বিঘ্নে >> বিস্তারিত :: SangbadKantha.com/291

‘ড. জেরিন বলছি। গত সপ্তাহে বোস্টন থেকে এলাম। আমার স্বামীও একজন ডাক্তার। কাফরুলে বাড়ি তৈরি করার কাজে হাত দিয়েছি। অনেক টাকার রড-সিমেন্ট লাগবে। লাখ পাঁচেক টাকা অ্যাডভান্স দিতে চাই।’ গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ‘সিমেন্টসেন্টার’ নামে একটি দোকানে ক্রেতার পরিচয়ে এক সুন্দরী নারী ম্যানেজারের সঙ্গে এভাবেই কথা বলছিলেন। এত টাকা অগ্রিম পাওয়া যাবে শুনে ম্যানেজার জহিরুল ইসলাম রতন মালিককে খবর দেন। মালিক আবদুল্লাহ আল কাফী ‘ড. জেরিন’কে নিয়ে পাশেই একটি সিএনজি স্টেশনে গিয়ে কথা বললে নারীর বেশভূষা, কথাবার্তা ও আচরণে অসামঞ্জস্য দেখে সন্দেহ হয়। চোখের সামনে ভেসে ওঠে গত ৩ আগস্ট সমকালে প্রকাশিত এক নারী প্রতারকের প্রতারণার চাঞ্চল্যকর সচিত্র প্রতিবেদন। বিষয়টি তিনি কাফরুল থানার ওসিকে জানালে পুলিশ এসে ওই নারী প্রতারককে গ্রেফতার করে।বিকেলে ওই সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, হাতভরা গহনা, চোখে কালো সানগ্গ্নাস ও জমকালো দামি পোশাকে যেন এক পরী। তার ভ্যানিটি ব্যাগে পাওয়া যায় চার প্যাকেট সিগারেট, ৫০ হাজার টাকা, ৫০০ থাই মুদ্রা ও কিছু প্রসাধনসামগ্রী। ড. জেরিন পরিচয়ধারী ওই নারী প্রতারণার অনেক তথ্য জানান এই প্রতিবেদককে।

তরুণীর আসল নাম শারমীন। বয়স ২৮ বছর। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের ভূঁইয়াপাড়া। নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় বসবাস করেন। সেখানে আরও দুই তরুণী থাকেন। চার বছর আগে তার স্বামী মশিউর রহমান মারা যান। তার নয় বছরের এক কন্যাসন্তান নোয়াখালীতে দাদির সঙ্গে থাকে। স্বামী মারা যাওয়ার পর থেকে প্রবাসী ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে প্রতারণার ফাঁদ তৈরি করেন তিনি। নিজেকে পরিচয় দিতেন ড. জেরিন নামে। কোথাও আবার নাম বলতেন ডা. মেরিন। এই প্রতারক চক্রের সদস্য নয়জন। তাদের মধ্যে পুরুষ চারজন। টার্গেট করা ব্যক্তিদের প্রবাসী সন্তান ও স্বজনদের যাবতীয় তথ্য তারাই সংগ্রহ করে তা প্রতারক চক্রের সদস্যদের দেন। তিনি নিজেও বাসার নিরাপত্তারক্ষীদের কাছ থেকে অর্থের বিনিময়ে বাড়ির মালিকদের তথ্য নেন।

শারমীন বলেন, সপ্তাহে দু-তিনটি বাসার টার্গেট করা হয়। বাবুল রেন্ট-এ-কারের কাছ থেকে নিয়মিত তারা দামি গাড়ি ভাড়া করেন। প্রতারণা শেষে নির্বিঘ্নে বাসায় ফিরে আবার গাড়ি ফিরিয়ে দেন। কখনও ডলার ভাঙানোর কথা বলে টাকা নেন, কখনও আবার কৌশলে কারও বাসায় ডাক্তার পরিচয়ে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি করেন। উত্তরায় দুই বিশিষ্ট সাংবাদিক, দক্ষিণখানে, বারিধারায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মফিজ উদ্দীনের বাসা, মোহাম্মদপুরে একজন উপসচিবের বাসাসহ শতাধিক বাসা থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন তিনি। একেকজনের বাসা থেকে ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। এ টাকার ভাগ প্রতারক চক্রের সবাই ভাগাভাগি করেন। বড় ধরনের প্রতারণার পর কিছুদিন গ্রামের বাড়ি গিয়ে থাকেন। এর পর নতুন টার্গেট ঠিক করেন।

প্রতারক ওই তরুণী আটকের খবর পেয়ে ভুক্তভোগীদের অনেকে সিএনজি স্টেশনে ছুটে আসেন। অনেকে তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন।’সিমেন্ট সেন্টারের’ মালিক বলেন, কাফরুলের কত নম্বর সড়কের কত নম্বর হোল্ডিংয়ে বাড়ি তৈরি করা হবে_ এমন প্রশ্ন জানতে চাইলে উল্টাপাল্টা জবাব দেন তিনি।গত ৩ আগস্ট প্রতারক এই নারীকে নিয়ে সমকালে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর অনেক ভুক্তভোগী তেজগাঁওয়ে সমকালের প্রধান কার্যালয়ে ফোন করে প্রতারিত হওয়ার তথ্য জানান। অনেকে রাজধানীর বিভিন্ন থানায় জিডি করেছেন। কাফরুল থানার এসআই মনির হোসেন বলেন, প্রতারক নারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।-সমকাল