জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৩০:৪৬

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ৩ ছাত্রী আজীবন নিষিদ্ধ !

| ৯ শ্রাবণ ১৪২১ | Thursday, July 24, 2014

র‌্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তিন ছাত্রীকে আজীবন নিষিদ্ধ করেছে । বুধবার ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। অভিযুক্ত ছাত্রীরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের মার্কেটিং বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী সামি রেজওয়ানা, রাফিয়া ও নিতু।

শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ফরিদ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন  ।

তিনি বলেন, অভিযুক্তরা স্বীকার করেছে ভিকটিমকে সহপাঠি দ্বারা চড়-থাপ্পর মারিয়েছে,  কান ধরিয়ে উপর থেকে নিচতলায় নামিয়েছে ।  এ অনুযায়ী ডিসিপ্লিনারী বোর্ড তাদের আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিলে সিন্ডিকেটে তা পাশ হয়।

এ ব্যাপারে ভিকটিম অন্তরা বলেন, আপুরা বুধবার ও বৃহপতিবার রাত ১২টার দিকে আমার হলে সহপাঠিদের পাঠায় তাদের রুমে যেতে।কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে আমি তাদের হলে যেতে পারিনি। পরে শুক্রবার সকালে আমার ২ সহপাঠি দিয়ে আমায় আবার ডাকায়। আমি আপুদের হলে যাই। এসময় তারা আমার সহপাঠিদের দিয়ে চড়-থাপ্পর মারায়। ৪ তলা থেকে কান ধরিয়ে নিচ তলায় নামায় এবং আমার ১০ জন সহপাঠি দ্বারা ১টি করে ১০টি থাপ্পর মারায়।

পরে বন্ধুদের অনুরোধে উপাচার্য বরাবর অভিযোগ করলে তিনি এ কঠোর সিদ্ধান্ত নেন।তিনি আরো জানান অভিযুক্তরা রাবেয়া নামের আরেক শিক্ষার্থীকে কয়েকদিন আগে একই নির্যাতন করে বলে । এদিকে, ২০০৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং কে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও প্রায়ই এর শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তবে র‌্যাগিং নিরসনে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এমন দাবী বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন প্রশাসনের।

>>সংবাদ কন্ঠ নিউজ পোর্টালের ফ্যান পেইজের এড্রেস  :https://www.facebook.com/MySangbad