জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪৬:১৪

‪‎খবর‬ যখন কবর হয় !

| ৫ আশ্বিন ১৪২১ | Saturday, September 20, 2014

Photo

ইউনিকোডে ‘খবর’ শব্দটার ‘খ’ অক্ষরটি লিখতে গেলে আপনাকে কিবোর্ডের ‘জে’ অক্ষরের শিফট চাপতেই হবে। শিফট না চাপলে খবর শব্দটি আর খবর থাকবে না; ‘কবর’ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। প্রতিদিন দেশের গণমাধ্যমে বিশেষ করে অনলাইন নিউজপোর্টালগুলোতে অসংখ্য খবরের আসলে কবর রচনা হয়। সাংবাদিকতার নীতি-নৈতিকতা না জেনেই, কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয়, সে সবের পাঠ না নিয়েই হঠাৎ করেই অনলাইন পোর্টাল চালু করে বসেন এরা। সাংবাদিকতা করতে গেলে সাংবাদিকতার শিক্ষার্থী হতে হবে এমন কথা নেই, দেশের অনেক প্রথিতযশা সাংবাদিক আছেন যারা অন্য বিষয় থেকে পড়ালেখা করে এসেও মিডিয়া অঙ্গন আলো করে রেখেছেন। কিন্তু ‘হঠাৎ সাংবাদিকদের’ অত্যাচারে এ মূহুর্তে টিকে থাকা দুস্কর হয়ে পড়েছে। হয়তো আপনি তাদের সাইটে ঢু মারছেন না, কিন্তু তারা তাদের থার্ডক্লাস অসংবাদ বা কুসংবাদগুলো (সচিত্র) আপনার ফ্রেন্ডস, ফ্রেন্ডস অব ফেন্ডসদের মারফতে আপনার ফেসবুক ওয়ালে ছুড়ে দিচ্ছে।

কিছু রগরগে অসংবাদের বিস্তারিত না দিয়ে শুধু শিরোনাম দিলাম নিতান্ত বাধ্য হয়ে। শিরোনামের ভয়াবহতায় আপনার হার্ট অ্যাটাক করার উপক্রমও হতে পারে।

এই যেমন ধরুন, শীর্ষস্থানীয় একটি নিউজ পোর্টাল দেখলাম নারী অফিস কর্মীদের উদ্দেশ্যে তাদের নিউজের শিরোনাম করেছে,

১) ”বসকে আকর্ষণে যে রঙে ঠোট রাঙাবেন!” 

আরেকটি নিউজপোর্টাল লিখেছে, ২) ”যৌনতা উপভোগে সহায়তা করে বেডরুমের টিভি”

৩) আকার ঠিক রাখতে স্তনের ভেতরেই স্থাপিত হচ্ছে বক্ষবন্ধনী

৪) গণধর্ষণ করে অর্ধনগ্ন মহিলাকে ঘোরানো হল গ্রামে

৫) একজন বিমানবালার গোপন ‘স্বীকারোক্তি’!

৬) রগরগে যৌন দৃশ্যে শাহিদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া

(নারীকে অপদস্থ করতে এ রকম অসংখ্য সংবাদ। কয়টার উদাহরন দেব?)

সারাবিশ্বের মতো অনলাইন পোর্টালগুলো এদেশে জনপ্রিয়তা পাচ্ছে এখন। এমন কি এলেক্সা র‍্যাঙ্কিং এ প্রায় জনপ্রিয় সাইটের তালিকায় শীর্ষে রয়েছে অনলাইন পোর্টালগুলো! কিন্তু কাণ্ডজ্ঞানহীন এসব ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনলাইন পত্রিকাগুলোর ৯০ ভাগেরই হর্তাকর্তাদের এ পেশার সাধারণ জ্ঞাণটুকুও নেই। এ কারণে সম্ভাবনাময় এ ডিজিটাল ফরমেটের সাংবাদিকতা দিনকে দিন নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হচ্ছে। নিয়ন্ত্রণহীন ও লাগামহীনভাবে অশ্লীল ও যৌন আবেদনময়ী পোস্ট শেয়ার করা হচ্ছে। এগুলো শেয়ার করা হচ্ছে ফেসবুক পেজে, সাইটের ভিজিটর বাড়ানোর একটি অপকৌশল হিসেবে। অথচ অনেক ইতিবাচক পরামর্শমূলক লেখাও ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে। গর্দভরা সহসাই সে পথে হাঁটবে না মনে হচ্ছে। তারা যাচাই-বাছাই ছাড়া অনুমাননির্ভর গাঁজাখুড়ি স্ক্যান্ডাল নিউজ আর যৌণ সাংবাদিকতা নিয়েই পড়ে থাকবে। তারা তবুও ইউনিকোডে ‘জে’ অক্ষরটায় একটু জোর দিয়ে শিফট বাটনটা চাপবে না। এভাবেই খবর নামের পেশার কবর রচনা করবে তারা। তবুও আশা দেখি অমিত সম্ভাবনাময় এই অনলাইন মিডিয়ার। কিছু মানুষতো এখনো লড়ছে পেশা বাঁচাতে।

কুসাংবাদিকদের সুমতি হোক। সুসাংবাদিকতার জয় হোক।

- লুৎফর রহমান হিমেল