জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:২৯:৪৬

মুশফিক-মন্ডির গায়েহলুদ কাল

| ৮ আশ্বিন ১৪২১ | Tuesday, September 23, 2014

Photo: মুশফিক-মন্ডির গায়েহলুদ কাল  ▬▬>>> বিস্তারিত :: sangbadkantha.com/353  হাজার তরুণীর হৃদয় ভেঙে গত বছরের অক্টোবরে মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকাকে আংটি পরিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অর্থাৎ জাতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়ক এবার ভায়রা ভাই হিসেবে আত্নীয়তার সুত্রে আবদ্ধ হচ্ছেন।পাত্রী জান্নাতুল ফেরদৌস মন্ডি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।  বুধবার মুশফিক-মন্ডির গায়েহলুদ। রাজধানীর বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে (প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন) গায়েহলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ।  গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে মন্ডির সঙ্গে আংটি বদল করেছেন মুশফিক। প্রায় এক বছর পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে বাঁধা পড়ছেন এই জুটি।  তিন বোনের মধ্যে পাত্রী জান্নাতুল ফেরদৌস মন্ডি'র অবস্থান দ্বিতীয়।   চার ভাই ও এক বোনের মধ্যে মুশফিক তৃতীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন মুশফিক।  বিয়ের দিনক্ষণ নিয়ে টাইগার দলপতির বাবা মাহবুব হামিদ বলেন, ‘বুধবার গায়েহলুদ হবে। পরদিন বিয়ে। ছেলের বউকে ঘরে তুলব। বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ে হবে। একদিন পর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।’  বুধবারের গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সব ক্রিকেটাররাই।

হাজার তরুণীর হৃদয় ভেঙে গত বছরের অক্টোবরে মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকাকে আংটি পরিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অর্থাৎ জাতীয় দলের অধিনায়ক ও সহ অধিনায়ক এবার ভায়রা ভাই হিসেবে আত্নীয়তার সুত্রে আবদ্ধ হচ্ছেন।পাত্রী জান্নাতুল ফেরদৌস মন্ডি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

বুধবার মুশফিক-মন্ডির গায়েহলুদ। রাজধানীর বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে (প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন) গায়েহলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ।

গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে মন্ডির সঙ্গে আংটি বদল করেছেন মুশফিক। প্রায় এক বছর পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে বাঁধা পড়ছেন এই জুটি।

তিন বোনের মধ্যে পাত্রী জান্নাতুল ফেরদৌস মন্ডি’র অবস্থান দ্বিতীয়।

চার ভাই ও এক বোনের মধ্যে মুশফিক তৃতীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন মুশফিক।

বিয়ের দিনক্ষণ নিয়ে টাইগার দলপতির বাবা মাহবুব হামিদ বলেন, ‘বুধবার গায়েহলুদ হবে। পরদিন বিয়ে। ছেলের বউকে ঘরে তুলব। বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ে হবে। একদিন পর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।’

বুধবারের গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় দলের সব ক্রিকেটাররাই।

>>প্রিয় পাঠক কমেন্ট করে আপনারাও শুভেচ্ছা জানাতে পারেন মুশফিকুর রহিমকে