জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪২:৩৬

দীর্ঘকাল স্বামী বা স্ত্রী যৌন মিলনে সম্মতি না দিলে ডির্ভোস হতে পারে-ভারতীয় সুপ্রিম কোর্ট

| ৮ আশ্বিন ১৪২১ | Tuesday, September 23, 2014

Photo: দীর্ঘকাল স্বামী বা স্ত্রী যৌন মিলনে সম্মতি না দিলে ডির্ভোস হতে পারে-ভারতীয় সুপ্রিম কোর্ট ▬▬>>> বিস্তারিত :: sangbadkantha.com/355  একটা লম্বা সময় ধরে স্বামী বা স্ত্রীর কেউ অপরজনের সঙ্গে যৌন মিলনে রাজি না হলে সেটা মানসিক অত্যচারেরই সামিল এবং তা বিবাহ বিচ্ছেদের উপযুক্ত ভিত্তি হতে পারে বলে জানাল ভারতীয় সুপ্রিম কোর্ট । এই অভিমত জানিয়েছে। বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ।  স্ত্রী তাঁর সঙ্গে যৌন সংসর্গে সম্মতি না দেওয়া  সহ নানাভাবে তাঁর ওপর মানসিক নির্যাতন চালাচ্ছেন, এই কারণ দেখিয়ে এক ব্যক্তির ডিভোর্সের আবেদনে সম্মতি দিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম  কোর্টের ওই বেঞ্চ। স্ত্রী সর্বোচ্চ আদালতে বলেন, তিনি সন্তান ধারণ করতে চান না বলে যৌন মিলনে রাজি হননি।কিন্তু তাঁর এই যুক্তিতে কান দেয়নি বিচারপতি মুখোপাধ্যায়ের বেঞ্চ।তারা বলেছে, এ ব্যাপারে কোনও সন্দেহ, দ্বিধার অবকাশ নেই যে, দীর্ঘকাল দম্পতির কোনও একজন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অন্যজননের সঙ্গে যৌন সম্পর্কে সায় না দিলে, তাঁকে প্রত্যাখ্যান করলে তা অবশ্যই মানসিক নিষ্ঠুরতার সমান।  শীর্ষ আদালত অবশ্য স্ত্রীকে এককালীন খোরপোশ বাবদ ৪০ লক্ষ টাকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে স্বামীকে।লন্ডন-নিবাসী ভদ্রলোককে এই নির্দেশ দিয়ে বেঞ্চ বলেছে, সংশ্লিষ্ট মামলার নানা তথ্য, প্রেক্ষাপট, প্রেক্ষিত ও দুপক্ষের আর্থিক অবস্থান খতিয়ে দেখে স্ত্রীকে এককালীন ৪০ লক্ষ টাকা খোরপোশ দিতে বলা হচ্ছে। এতে স্ত্রী ন্যয়বিচার পাবেন বলে আমাদের মত। বিয়ে হলেও শারীরিক মিলনে রাজি না হওয়ার যে কারণ স্ত্রী দেখিয়েছেন, তা উড়িয়ে দিয়ে মাদ্রাজ হাইকোর্ট বলেছে, এক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়েই যথেষ্ট শিক্ষিত।আজকাল কত রকমের গর্ভনিরোধক পাওয়া যায়। সন্তান নেওয়া এড়াতে চাইলে তাঁরা গর্ভনিরোধক ব্যবহার করতে পারতেন !

একটা লম্বা সময় ধরে স্বামী বা স্ত্রীর কেউ অপরজনের সঙ্গে যৌন মিলনে রাজি না হলে সেটা মানসিক অত্যচারেরই সামিল এবং তা বিবাহ বিচ্ছেদের উপযুক্ত ভিত্তি হতে পারে বলে জানাল ভারতীয় সুপ্রিম কোর্ট । এই অভিমত জানিয়েছে। বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

স্ত্রী তাঁর সঙ্গে যৌন সংসর্গে সম্মতি না দেওয়া  সহ নানাভাবে তাঁর ওপর মানসিক নির্যাতন চালাচ্ছেন, এই কারণ দেখিয়ে এক ব্যক্তির ডিভোর্সের আবেদনে সম্মতি দিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম  কোর্টের ওই বেঞ্চ। স্ত্রী সর্বোচ্চ আদালতে বলেন, তিনি সন্তান ধারণ করতে চান না বলে যৌন মিলনে রাজি হননি।কিন্তু তাঁর এই যুক্তিতে কান দেয়নি বিচারপতি মুখোপাধ্যায়ের বেঞ্চ।তারা বলেছে, এ ব্যাপারে কোনও সন্দেহ, দ্বিধার অবকাশ নেই যে, দীর্ঘকাল দম্পতির কোনও একজন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অন্যজননের সঙ্গে যৌন সম্পর্কে সায় না দিলে, তাঁকে প্রত্যাখ্যান করলে তা অবশ্যই মানসিক নিষ্ঠুরতার সমান।

শীর্ষ আদালত অবশ্য স্ত্রীকে এককালীন খোরপোশ বাবদ ৪০ লক্ষ টাকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে স্বামীকে।লন্ডন-নিবাসী ভদ্রলোককে এই নির্দেশ দিয়ে বেঞ্চ বলেছে, সংশ্লিষ্ট মামলার নানা তথ্য, প্রেক্ষাপট, প্রেক্ষিত ও দুপক্ষের আর্থিক অবস্থান খতিয়ে দেখে স্ত্রীকে এককালীন ৪০ লক্ষ টাকা খোরপোশ দিতে বলা হচ্ছে। এতে স্ত্রী ন্যয়বিচার পাবেন বলে আমাদের মত। বিয়ে হলেও শারীরিক মিলনে রাজি না হওয়ার যে কারণ স্ত্রী দেখিয়েছেন, তা উড়িয়ে দিয়ে মাদ্রাজ হাইকোর্ট বলেছে, এক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়েই যথেষ্ট শিক্ষিত।আজকাল কত রকমের গর্ভনিরোধক পাওয়া যায়। সন্তান নেওয়া এড়াতে চাইলে তাঁরা গর্ভনিরোধক ব্যবহার করতে পারতেন !