জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:৩১:০৯

“এইডসের পর ইবোলা ভাইরাসই সবচেয়ে বড় হুমকি”

| ২৫ আশ্বিন ১৪২১ | Friday, October 10, 2014

Photo:

পশ্চিম আফ্রিকা অঞ্চলে ইবোলা ভাইরাসের প্রকোপ এতটাই মারাত্মক রুপ নিয়েছে যে, বলা হচ্ছে এইচআইভি এইডস-এর পর ইবোলা ভাইরাস-ই সবচে হুমকি হয়ে দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা কর্মকর্তা মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক এই আশঙ্কার কথা জানাচ্ছেন।তিনি বলছেন, ‌এটি যাতে ভবিষ্যতে ‘এইডস’ এর মত আতঙ্কজনক হয়ে না উঠতে পারে সেজন্য অতি দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে।ইবোলা আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকাতে এ পর্যন্ত তিন হাজার আটশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।এদের মধ্যে দুশোর বেশিই ছিলেন স্বাস্থ্যকর্মী।

এ অবস্থায়, ইবোলার মহামারি ঠেকাতে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর কাছে সম্মিলিতভাবে সাহায্য চেয়েছেন গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওয়নের রাষ্ট্রপতিরা।ইবোলা ঠেকাতে অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জাতিসংঘের ইবোলা বিষয়ক সমন্বয়ক ডেভিড নেবেরো নিজেও।

তিনি বলছেন, ইবোলা ঠেকাতে এখন প্রতি এক ডলারে যা করা সম্ভব হবে, আগামী দুই মাস পর তার জন্য খরচ হবে ২০ থেকে ৩০ ডলার।

ইবোলা ঠেকাতে অর্থ দেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি এখন কোনো ভাবেই স্থগিত রাখা যাবে না।

কারণ, সময় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে গিনি’র রাজধানী কোনাক্রিতে ইবোলা রোগী বাড়ছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ারস।সংস্থাটি বলছে, দ্রুতহারে ইবোলা ছড়াতে থাকায় সহযোগিতা প্রদানের ক্ষেত্রেও এখন তারা হিমশিম খাচ্ছে।গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ার রাজধানী শহরগুলোতেও ইবোলা ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি প্রধানও।

এদিকে স্পেনে ইবোলা আক্রান্ত নার্সের অবস্থা আরো খারাপ হয়েছে বলে জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।ইবোলা ঠেকাতে প্রবেশপথগুলোতে আরো কড়া পরিক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে অ্যামেরিকা।ইবোল আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে আরো ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে ব্রিটেন-ও।-বিবিসি