জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৩১:০৩

২০ বছরের ছোট তসলিমার নতুন প্রেমিক

| ৬ কার্তিক ১৪২১ | Tuesday, October 21, 2014

Photo: ২০ বছরের ছোট তসলিমার নতুন প্রেমিক ▬▬>> বিস্তারিত :: sangbadkantha.com/403   ভারতে অবস্থানরত বাংলাদেশের বিতর্কিত এবং নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছেন। তাও আবার নিজের থেকে ২০ বছরের ছোট। আর এমন তথ্য তিনি নিজেই দিয়েছেন।  সোমবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নতুন প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। আর ছবির সঙ্গে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে আবারও প্রমাণ করলেন, বরাবরই একটু বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি।  ছবির সঙ্গে তসলিমা লিখেছেন, ‘আমার প্রেমিক আমার চেয়ে ২০ বছরের ছোট। ইটস >> বিস্তারিত :: sangbadkantha.com/403

ভারতে অবস্থানরত বাংলাদেশের বিতর্কিত এবং নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছেন। তাও আবার নিজের থেকে ২০ বছরের ছোট। আর এমন তথ্য তিনি নিজেই দিয়েছেন।

সোমবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নতুন প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। আর ছবির সঙ্গে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে আবারও প্রমাণ করলেন, বরাবরই একটু বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি।

ছবির সঙ্গে তসলিমা লিখেছেন, ‘আমার প্রেমিক আমার চেয়ে ২০ বছরের ছোট। ইটস কুল।’ তবে টুইটে তিনি তার প্রেমিকের নাম ঠিকানা জানাননি।

এদিকে ভারতে তিনি দোটানার মধ্যে অবস্থান করছেন। কারণ ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৫২ বছর বয়সী এই লেখিকা ভারত সরকারের কাছে সেই দেশে থাকার পারমিট চেয়েছিলেন। এ জন্য তিনি গত অগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখাও করেন।

পরে সবকিছু বিবেচনা করে তাকে আরও এক বছর থাকার অনুমতি দেয় মোদি সরকার। এই অনুমতির ফলে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত তসলিমা ভারতে থাকতে পারবেন।

যদিও সম্প্রতি তসলিমার রেসিডেন্ট পারমিট বাতিল করেছিল ভারত সরকার নিজেই। এরপর এই পারমিট নবায়নের জন্য গত ২৬ জুন আবেদন করলে তাকে মাত্র দুই মাসের ভিসা দেয়া হয়। পরবর্তীতে সেটি ২০১৫ সালের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ, ১৯৯৪ সালের মাঝামাঝি বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর থেকে তসলিমা সুইডেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। যদিও ২০০৭ সালে আন্দোলনের মুখে তসলিমাকে কলকাতা থেকে চলে যেতে বাধ্য করা হয়।-বাংলামেইল২৪