জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৫০:৪৮

রাউজানে ফেসবুকে প্রেমের প্রতারনা!

| ৭ কার্তিক ১৪২১ | Wednesday, October 22, 2014

Photo: রাউজানে ফেসবুকে প্রেমের প্রতারনা! ▬▬>> বিস্তারিত :: sangbadkantha.com/404  চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট এলাকায় গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যায় নাছির(৪৫) নামক এক ডিজিটাল প্রতারককে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা ও ভিকটিমের আত্মীয় স্বজন।  প্রতারক নাছির সমাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও রবি সার্কেল মাধ্যমে রাউজানের লেলেংগ্রা গ্রামের এক প্রবাসীর কিশোরী কন্যাকে প্রতারনা করে বাড়ি থেকে বের করে নিয়ে শহরের বিভিন্ন স্থানে আটকে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন করেন। প্রতারক নাছির উপজেলার পৌর এলাকার বাসিন্দা মৃত মাহবুল হকের পুত্র।  জানা যায়, প্রায় দেড় বছর আগে নাছির উদ্দিন ফেসবুকে নিজের সুদর্শন ছবি দিয়ে এডভোকেট তুহিন পরিচয়ে সর্ম্পক স্থাপন করেছিল রাউজানের এক প্রবাসীর কিশোরীর কন্যার সাথে। দীর্ঘ সময় ধরে সামাজিক এই যোগাযোগ মাধ্যমে দুজনের>> বিস্তারিত :: sangbadkantha.com/404

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট এলাকায় গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যায় নাছির(৪৫) নামক এক ডিজিটাল প্রতারককে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা ও ভিকটিমের আত্মীয় স্বজন।

প্রতারক নাছির সমাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও রবি সার্কেল মাধ্যমে রাউজানের লেলেংগ্রা গ্রামের এক প্রবাসীর কিশোরী কন্যাকে প্রতারনা করে বাড়ি থেকে বের করে নিয়ে শহরের বিভিন্ন স্থানে আটকে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন করেন। প্রতারক নাছির উপজেলার পৌর এলাকার বাসিন্দা মৃত মাহবুল হকের পুত্র।

জানা যায়, প্রায় দেড় বছর আগে নাছির উদ্দিন ফেসবুকে নিজের সুদর্শন ছবি দিয়ে এডভোকেট তুহিন পরিচয়ে সর্ম্পক স্থাপন করেছিল রাউজানের এক প্রবাসীর কিশোরীর কন্যার সাথে। দীর্ঘ সময় ধরে সামাজিক এই যোগাযোগ মাধ্যমে দুজনের পরিচিতির পর এক সময় কিশোরীকে প্রস্তাব দেয় বিয়ে করার। এরপর পরস্পর পরস্পরের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করলে গত প্রায় দেড় মাস আগে নাছির গোপনে ওই কিশোরীর দেয়া ঠিকানা অনুসারে হাজির হয়। এসময় বয়স্ক নাছিরকে প্রথম দেখেই কিশোরী বিব্রত হয়। এক সময় নাছির অনেকটা জোর করে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার দোহায় দিয়ে নিজের মোটরসাইকেলে উঠিয়ে নেয়। তাকে নিয়ে রাখে শহরের একটি হোটেলে। এই হোটেলে কিশোরীকে ছয় দিন রাখার পর নিয়ে যায় চান্দগাঁও এলাকার একটি ভাড়া বাসায়। এভাবে বন্দি অবস্থায় রাখা রাউজানের এই কিশোরী শাররীক ও মানসিক নির্যাতনের শিকার হয়। এক সময় নিজকে মুক্ত করতে প্রতিবাদী হয়ে উঠে কিশোরী। এই অবস্থায় তাকে খাওয়ানো হয় নেশাজাতীয় ঔষধ। এতে কিশোরীর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হলে অনেকটা দিশেহারা হয়ে পড়ে নাছির। কিশোরী ইচ্ছে অনুসারে তাকে বাপের বাড়ি পাঠাতে সম্মত হয়। ওই কিশোরীর মাধ্যমে মোবাইল ফোনে ভাই ও মামার সাথে যোগাযোগ করিয়ে বাড়িতে ফিরতে অনুমতি চাওয়া হয় । কিশোরীর পরিবার ঘটনাটি জেনে নাছিরকে আটকাতে কৌশলী হয়ে উঠে। ফোনে তারা মেয়ের সাথে যোগাযোগ করে নাছিরকে নিয়ে গ্রামে আসতে পরামর্শ দেয়। নাছির কিশোরীর সাথে বাড়িতে না যাওয়ার কৌশল নিয়ে গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যায় নিজ মোটরসাইকেলে কিশোরীকে নোয়াপাড়ায় এনে একাকি একটি টেক্সিতে উঠিয়ে দেয়। কিশোরী টেক্সিতে উঠে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলে ফাঁদ পেতে বসা আত্মীয় স্বজনের পরামর্শে কিশোরী নাছিরের সাথে জরুরী কথার বাহানায় নোয়াপাড়ায় অপেক্ষা করতে বলেন।

নাছির উদ্দিন প্রথম বিয়ে করেন ৯১ সালে। ওই ঘরে রয়েছে ২০ বছর বয়সী কন্যা সন্তান বিয়ে দিয়েছেন। প্রথম স্ত্রী মারা যায় ৯০ দশকের মাঝামাঝিতে। দ্বিতীয় বিয়ে করেন ৯৮ সালে। এই ঘরেও রয়েছে তার এক ছেলে ২ মেয়ে। বউ বাচ্চা রেখেছেন রাউজানের পৌর এলাকা ৪নং ওয়ার্ড সুলতানপুর কাজীপাড়া। আর নিজে থাকেন শহরে। তার চাকুরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে। তার সম্পর্কে খোঁজ খবর রাখেন এমন লোকজন বলেছেন নাছির একজন লম্পট ও প্রতারক। সে চাকুরির ফাঁকে শিকার করেন ফেসবুকে থাকা সহজ সরল কিশোরী যুবতিদের। ভূয়া পরিচয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নাছির সর্বনাশ করেন কিশোরী যুবতি মেয়েদের। যাদের অনেকেই তার কাছ থেকে প্রতারিত হয়ে লোকলজ্জায় প্রকাশ করছেন না।

তিনি গত ২০ বছর যাবত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রাণাধীন সদরঘাট মেমন হাসপাতালে মেডিকেল টেকনেশিয়ান হিসাবে নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি এলএলবি পাশ করে আইনজীবি হিসাবে চট্রগ্রাম আদালতে একজন সিনিয়র আইনজীবির অধীনে আইন পেশায় আছেন।

নিজের বউ বাচ্চা থাকার পরও কন্যা সমতুল্য কিশোরীর সাথে এ রকম প্রতারণার জন্য দোষ স্বীকার করে লম্পট নাছির বলেন, অধিকতর আবেগ প্রবন হয়ে রবি সার্কেলে এসএমএস এর মাধ্যমে কিশোরীর সাথে প্রেমে জড়ান। এখন আইনে যে শাস্তি হয় তা মাথা পেতে নেবেন।

কিশোরীর এক আত্মীয় বলেছেন দেড় মাস আগে তাদের মেয়ে এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থানায় একটি জিডি করা হয়েছিল। এডভোকেট তুহিন নামের কোনো এক ব্যক্তির সাথে মেয়ে রয়েছে এমন সংবাদ বিভিন্ন সূত্রে পরে জানতে পারলেও তাদের ঠিকানা সংগ্রহ করা যাচ্ছিল না। পরে ফাঁদ পেতে ভূয়া পরিচয়ে লম্পট নাছিরকে আবিস্কার করা সম্ভব হয়েছে। নাছিরকে যারা চিনেন তারা বলেছেন তার প্রথম স্ত্রী মারা গেছেন নির্যাতনের কারণে। এলাকায় তার পরিচিতি লম্পট হিসাবে। এই চরিত্রের কারণে তিনি বাড়িতে আসা যাওয়া কম করতো।

তার বাবা রাউজান পৌর এলাকার বাসিন্দা মৃত মাহবুল হক একজন ভাল মানুষ। তার চারিত্রিক কারণে এলাকার মানুষ তাকে ঘৃনা করতো।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, লম্পট নাছিরের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার।

রাউজানে লেলাংগারা গ্রামে ঘটনাস্থলে যাওয়া থানার উপ পুলিশ পরিদর্শক খলিলুর রহমান বলেন আসল ঘটনা উদঘাটন করে অপরাধীকে আইনের হাতে সোপর্দ করা হবে।-বিডি ২৪লাইভ