জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:১৭:৫৫

বৃত্তান্ত’৭১ আয়োজিত “মুক্তির অভিযাত্রা” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| ২০ পৌষ ১৪২১ | Saturday, January 3, 2015

Photo: বৃত্তান্ত’৭১ আয়োজিত “মুক্তির অভিযাত্রা” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বৃত্তান্ত’৭১ ফাউন্ডেশন দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ”মুক্তির অভিযাত্রা” শীর্ষক এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। প্রবন্ধের বিষয় ছিল “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমার ভাবনা”। উক্ত প্রতিযোগিতায় সারাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের পাঠানো প্রবন্ধের মধ্য থেকে যাচাই বাছাই করে সেরা ১০জন প্রবন্ধ লেখককে ১০টি ল্যাপটপ প্রদান করে পুরষ্কৃত করা হয় এবং নির্বাচিত ৭১টি প্রবন্ধ নিয়ে প্রকাশ করা হয় সুদৃশ্য বই প্রকাশনা “মুক্তির অভিযাত্রা” । এছাড়াও ৪০০জন প্রবন্ধ লেখককে ক্রেস্ট ও ”মুক্তির অভিযাত্রা” প্রকাশনাটি প্রদান করা হয়।  শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, প্রবন্ধ নির্বাচক কমিটির প্রধান কামালউদ্দিন কবির, বৃত্তান্ত‘৭১ এর সভাপতি মুহাম্মদ তানভীর, সহ-সভাপতি আসাদ ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল হাসান, কার্যকরি সদস্য শিবলী আবির, শাহরিয়ার সুমন, মিকসেতু মিঠু, সাজিদ, সাইফুল, সুমন, সানি, সজল, রনি, বৃষ্টি প্রমূুখ।   সেরা ১০জন ল্যাপটপ পুরস্কার বিজয়ীরা হলেন ক-বিভাগ থেকে মেহেনাজ আহমেদ মম, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল আন্ড কলেজ(আজিমপুর)। তানজিনা আক্তার, দশম শ্রেণি, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ও সিয়াম শাকিল রায়হান, দশম শ্রেণি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। খ-বিভাগ থেকে মাইমুনা হোসেন মীম, একাদশ শ্রেণি, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আবদুল আলিম (সৈকত),একাদশ শ্রেণি, নটর ডেম কলেজ, ঢাকা ও সামিয়া হাসান, একাদশ শ্রেণি, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, যশোর। গ-বিভাগ থেকে চন্দিকা দাশ গুপ্তা, এমবিবিএস (২য় বর্ষ), শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। মো. রাকিব হোসেন রাজ, এমবিএ-এইচআরএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। মো. শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মরিয়ম সুলতানা, বিএসএস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বৃত্তান্ত’৭১ ফাউন্ডেশন দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ”মুক্তির অভিযাত্রা” শীর্ষক এক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। প্রবন্ধের বিষয় ছিল “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমার ভাবনা”। উক্ত প্রতিযোগিতায় সারাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের পাঠানো প্রবন্ধের মধ্য থেকে যাচাই বাছাই করে সেরা ১০জন প্রবন্ধ লেখককে ১০টি ল্যাপটপ প্রদান করে পুরষ্কৃত করা হয় এবং নির্বাচিত ৭১টি প্রবন্ধ নিয়ে প্রকাশ করা হয় সুদৃশ্য বই প্রকাশনা “মুক্তির অভিযাত্রা” । এছাড়াও ৪০০জন প্রবন্ধ লেখককে ক্রেস্ট ও ”মুক্তির অভিযাত্রা” প্রকাশনাটি প্রদান করা হয়।


শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, প্রবন্ধ নির্বাচক কমিটির প্রধান কামালউদ্দিন কবির, বৃত্তান্ত‘৭১ এর সভাপতি মুহাম্মদ তানভীর, সহ-সভাপতি আসাদ ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল হাসান, কার্যকরি সদস্য শিবলী আবির, শাহরিয়ার সুমন, মিকসেতু মিঠু, সাজিদ, সাইফুল, সুমন, সানি, সজল, রনি, বৃষ্টি প্রমূুখ। 


সেরা ১০জন ল্যাপটপ পুরস্কার বিজয়ীরা হলেন ক-বিভাগ থেকে মেহেনাজ আহমেদ মম, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল আন্ড কলেজ(আজিমপুর)। তানজিনা আক্তার, দশম শ্রেণি, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ও সিয়াম শাকিল রায়হান, দশম শ্রেণি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। খ-বিভাগ থেকে মাইমুনা হোসেন মীম, একাদশ শ্রেণি, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আবদুল আলিম (সৈকত),একাদশ শ্রেণি, নটর ডেম কলেজ, ঢাকা ও সামিয়া হাসান, একাদশ শ্রেণি, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, যশোর। গ-বিভাগ থেকে চন্দিকা দাশ গুপ্তা, এমবিবিএস (২য় বর্ষ), শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। মো. রাকিব হোসেন রাজ, এমবিএ-এইচআরএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। মো. শরিফুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মরিয়ম সুলতানা, বিএসএস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা।