জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ২, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:২৪:৪০

পেসার রুবেলের বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছেন অভিনেত্রী হ্যাপি

| ২৬ ফাল্গুন ১৪২১ | Tuesday, March 10, 2015

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা-বাহিনী। সেই জয়ের অন্যতম নায়ক পেসার রুবেল হোসেন। একসময় ধর্ষণের অভিযোগে বিশ্বকাপে খেলাটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর। জেলেও যেতে হয়েছিল তাঁকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর বদলে গেল সবকিছু।৪ উইকেট নিয়ে ওই জয়ের অন্যতম নায়ক রুবেল।  তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশের অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপি। বিশ্বকাপের শেষ আটে দেশের পৌঁছে যাওয়ার আনন্দে এবার ১৯ বছরের অভিনেত্রী রুবেলের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার কথা জানিয়েছেন।

নাজনিন ২৫ বছরের পেসারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্তরঙ্গকার অভিযোগ এনেছিলেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রুবেলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ঢাকার একটি আদালত।

গতকাল দেশের জয়ের পরই রুবেলকে শুভেচ্ছা জানিয়েছিলেন নাজনিন। এরপর তিনি রুবেলের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার ঘোষণাও করলেন। বললেন, প্রাক্তন বন্ধুকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। ওর বিরুদ্ধে মামলা আর না চালানোরই সিদ্ধান্ত নিয়েছি।

একটি টিভি চ্যানেলকে তিনি বলেছেন, আমি ওর বিরুদ্ধে আর কোনও সাক্ষ্য বা তথ্যপ্রমাণ দেব না।  আমি যদি না চালাই তাহলে তো আর কোনও মামলা থাকবে না।

উল্লেখ্য, এর আগে নাজনিনের আইনজীবী দেবুল দে-ও আদালতে রুবেলের বিরুদ্ধে মামলা লড়তে অস্বীকার করেন। তিনি বলেন, বিশ্বকাপে রুবেল দেশের প্রতিনিধিত্ব করছেন। এই অবস্থায় আমি তাঁর ওপর কোনও চাপ সৃষ্টি করতে চাই না।

উল্লেখ্য, রুবেল বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৩-র কিছু আশা কিছু ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন নাজনিন।