জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১১:২৩:৫৯

সল্লুভাইয়ের পাশে গোটা বলিউড!

| ২৭ অগ্রহায়ন ১৪২২ | Friday, December 11, 2015

‘সল্লুভাইয়া’র পাশেই দাঁড়িয়ে গেল প্রায় গোটা বলিউড।

‘হিট অ্যান্ড রান’ মামলায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যকে মুম্বই হাইকোর্ট ‘পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়’ বলায় তেরো বছর পর কার্যত স্বস্তির ইঙ্গিত পেয়েছেন অভিনেতা সালমান খান।

এতেই খুশির বন্যা বয়ে গিয়েছে বলিউডে। দিনভর একের পর এক টুইট এসেছে পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীদের। তাঁরা সকলেই অভিনন্দন জানিয়েছেন ‘সল্লুভাইয়া’কে।

প্রযোজক-পরিচালক সুভাষ ঘাই তাঁর টুইটে লিখেছেন, ‘‘ঈশ্বর সব সময়েই ভাল মানুষের পাশে থাকেন। সল্লু, গত তেরো বছর ধরে যে খাঁড়াটা তোমার ওপর ঝুলছিল, সেটা সরে গেল। এখন ঈশ্বর তোমাকে দু’ হাত ভরে আশীর্বাদ করছেন।’’

‘হাম আপকে হ্যায় কন’ থেকে শুরু করে ‘প্রেম রতন ধন পায়ো’ পর্যন্ত একের পর এক ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করা অনুপম খেরও দারুণ খুশি। টুইটে অনুপম লিখেছেন, ‘‘আমি দারুণ দারুণ খুশি। তেরো বছর পর হলেও সত্যেরই জয় হয়েছে।’’

খুশিতে ডগমগ স্ক্রিপ্ট-লেখক ও পরিচালক মিলাপ জাভেরিও। টুইট করেছেন, ‘‘অভিনন্দন সলমন। ন্যয়েরই জয় হয়েছে।’’

চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিতও ‘সল্লুভাইয়া’কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ‘‘যাঁরা ওঁকে (সলমন) এত দিন সন্দেহের চোখে দেখে এসেছেন, তাঁদের এ বার সলমন ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত।’’