জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৮, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৩১:০০

সিরাজগঞ্জে তেলের লরি ও নসিমন সংঘর্ষে নিহত

| ১ পৌষ ১৪২২ | Tuesday, December 15, 2015

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংক লরি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। আহতদের শাহজাদপুর পোতাজিয়া হাসপাতাল ও উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর ৬টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই নসিমনের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। এরা হলেন- আজুফা, অঞ্জনা, বন্যা, মোকাবেল ও সোবহান। নিহতদের সবার বাড়ি শাহজাদপুর পোড়াজানা ইউনিয়নে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানায়, নিহতদের সবাই একই পরিবারের লোক। ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে শাহজাদপুর থেকে উল্লাহপুর স্টেশনে যাচ্ছিলেন তারা। গাড়াদহ নামক স্থানে নসিমনটি পৌঁছলে একটি তেলের লরি মুখোমুখি এসে পড়ে। এসময় সঘর্ষে নসিমনটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু ঘটে।

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, ট্যাংক লরিটি ভোরে বগুড়া থেকে আসছিল। ঘন কুয়াশা ও লরির চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্যাংক লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনকে সামনে থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থা আরও তিনজন মারা যায়। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।