জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, মে ৬, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:২৩:১৩

‘পাখি’র জন্য আরো এক কিশোরীর আত্মহত্যা ! (‘পাখি’র ভিডিও সহ )

| ১৩ শ্রাবণ ১৪২১ | Monday, July 28, 2014

Photo: ‘পাখি’র জন্য আরো এক কিশোরীর আত্মহত্যা  ন্যাশনাল ডেস্ক:: এবারের ঈদের সবচেয়ে বেশি প্রচলিত`পাখি’ নামের পোশাক না পেয়ে আরো এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে গাইবান্ধায়। তার নাম নূরজাহান খাতুন।  সে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের নূর আলমের মেয়ে।  কয়েক দিন আগে আত্মহত্যা করেছিল চাঁপাইনবাবগঞ্জের এক কিশোরী। কেবল একটি পোশাকের জন্য মেয়েকে এভাবে হারানোর বিষয়টি কোনোভাবেই মানতে পারছিলেন না তার মা-বাবা। বিচ্ছেদ হয়ে যায় তাদের। এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।   পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে মা ও বড় বোনের কাছে পাখি পোশাক চায় নূরজাহান। ওই পোশাক কিনে না দেয়ায় নূরজাহানের সঙ্গে তার মা ও বোনের বাগবিতণ্ডা হয়। কষ্টে-অভিমানে সকাল ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নূরজাহান।  ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। __________________________________  কে এই পাখি?  ভারতের স্টার জলসা চ্যানেলের ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের একটি চরিত্রের নাম পাখি। এই চরিত্রের পরনে থাকা বিশেষ এক ধরনের থ্রি-পিস এবারের ঈদে বাংলাদেশের বাজারে ব্যাপক বিক্রি হয়। ভারত থেকে আসা এই ‘পাখি’ থ্রি-পিসে বাংলাদেশের বাজার সয়লাব হয়ে গেছে।  তবে প্রশ্নের উত্তরটি এত সহজ হলেও পাখির ইতিহাস বেশ দীর্ঘ। পাখি ড্রেসের জনপ্রিয়তার পেছনে রয়েছে নায়িকা চরিত্রটি। যার সহজ-সুলভ আচরণ, হাস্যরসিক কাণ্ড এবং নাম না জানা ভালবাসার কাহিনী খুব সহজেই জয় করে নিয়েছে ভারতসহ সারা বাংলাদেশের সিরিয়ালপ্রেমী মানুষের হৃদয়। বিশেষ করে তরুণীদের মনে দাগ কেটেছে পাখির চরিত্র ও রং-বেরঙ্গের গাউন পড়া পাখির ড্রেসগুলো যার নাম দেওয়া হয়েছে পাখি ড্রেস। সাধারণত সিরিয়াল যা ঘটে- একটি কেন্দ্রীয় চরিত্র নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়। আর প্রোটাগনিস্ট চরিত্রটিকে এমনভাবে দেখানো হয়, যাতে নারী দর্শকরা তার মধ্যে নিজের আশা-আকাঙ্ক্ষা খুঁজে পান। এ ছাড়া সিরিয়াল দর্শকদের নারীদের ওই চরিত্রগুলোর সাজপোশাক নিয়েও ভীষণ আগ্রহ থাকে। সে জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। মার্কেট ঘুরে দেখা গেছে কোনো কোনো পাখি ড্রেসের দাম ১৫ হাজার টাকা।

ন্যাশনাল ডেস্ক █ এবারের ঈদের সবচেয়ে বেশি প্রচলিত`পাখি’ নামের পোশাক না পেয়ে আরো এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে গাইবান্ধায়। তার নাম নূরজাহান খাতুন।  সে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের নূর আলমের মেয়ে।

কয়েক দিন আগে আত্মহত্যা করেছিল চাঁপাইনবাবগঞ্জের এক কিশোরী। কেবল একটি পোশাকের জন্য মেয়েকে এভাবে হারানোর বিষয়টি কোনোভাবেই মানতে পারছিলেন না তার মা-বাবা। বিচ্ছেদ হয়ে যায় তাদের। এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে মা ও বড় বোনের কাছে পাখি পোশাক চায় নূরজাহান। ওই পোশাক কিনে না দেয়ায় নূরজাহানের সঙ্গে তার মা ও বোনের বাগবিতণ্ডা হয়। কষ্টে-অভিমানে সকাল ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নূরজাহান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভারতের স্টার জলসা চ্যানেলের ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের একটি চরিত্রের নাম পাখি।

Photo: কে এই পাখি?  ভারতের স্টার জলসা চ্যানেলের ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের একটি চরিত্রের নাম পাখি। এই চরিত্রের পরনে থাকা বিশেষ এক ধরনের থ্রি-পিস এবারের ঈদে বাংলাদেশের বাজারে ব্যাপক বিক্রি হয়। ভারত থেকে আসা এই ‘পাখি’ থ্রি-পিসে বাংলাদেশের বাজার সয়লাব হয়ে গেছে।  তবে প্রশ্নের উত্তরটি এত সহজ হলেও পাখির ইতিহাস বেশ দীর্ঘ। পাখি ড্রেসের জনপ্রিয়তার পেছনে রয়েছে নায়িকা চরিত্রটি। যার সহজ-সুলভ আচরণ, হাস্যরসিক কাণ্ড এবং নাম না জানা ভালবাসার কাহিনী খুব সহজেই জয় করে নিয়েছে ভারতসহ সারা বাংলাদেশের সিরিয়ালপ্রেমী মানুষের হৃদয়। বিশেষ করে তরুণীদের মনে দাগ কেটেছে পাখির চরিত্র ও রং-বেরঙ্গের গাউন পড়া পাখির ড্রেসগুলো যার নাম দেওয়া হয়েছে পাখি ড্রেস। সাধারণত সিরিয়াল যা ঘটে- একটি কেন্দ্রীয় চরিত্র নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়। আর প্রোটাগনিস্ট চরিত্রটিকে এমনভাবে দেখানো হয়, যাতে নারী দর্শকরা তার মধ্যে নিজের আশা-আকাঙ্ক্ষা খুঁজে পান। এ ছাড়া সিরিয়াল দর্শকদের নারীদের ওই চরিত্রগুলোর সাজপোশাক নিয়েও ভীষণ আগ্রহ থাকে। সে জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। মার্কেট ঘুরে দেখা গেছে কোনো কোনো পাখি ড্রেসের দাম ১৫ হাজার টাকা।

এই চরিত্রের পরনে থাকা বিশেষ এক ধরনের থ্রি-পিস এবারের ঈদে বাংলাদেশের বাজারে ব্যাপক বিক্রি হয়। ভারত থেকে আসা এই ‘পাখি’ থ্রি-পিসে বাংলাদেশের বাজার সয়লাব হয়ে গেছে।

>>সংবাদ কন্ঠ নিউজ পোর্টালের ফ্যান পেইজের এড্রেস  :https://www.facebook.com/MySangbad