জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩২:১১

বিসিবি সভাপতিকে সাকিবের শাস্তি তুলে নিতে বলল ছোট্ট মেঘও!

| ১৫ শ্রাবণ ১৪২১ | Wednesday, July 30, 2014

Photo: মেঘের মামা নওশের রোমান তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘মেঘ বোর্ড সভাপতিকে জিজ্ঞেস করে, “আপনি তো বিসিবি...।” পাপন ভাই বলেন, “হ্যাঁ”। তখন মেঘ আমাদের সবাইকে অবাক করে বলে ওঠে, “আচ্ছা, আপনি কেন এখনো সাকিবকে মাফ করে দিচ্ছেন না... আমার অনুরোধ ওর শাস্তি কমিয়ে দিন”।     আট বছর বয়সী মেঘের কাছ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না নাজমুল। ইন্ডিপেনডেন্ট টিভির তৃতীয় জন্মদিনে অতিথি হয়ে এসেছিলেন নাজমুল। তখন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান ও টক শো - আজকের বাংলাদেশের উপস্থাপক খালেদ মুহিউদ্দীন নাজমুলের সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেন। বোর্ড সভাপতি নাজমুল কিছুটা অবাকই হয়ে যান। তবে মেঘকে তিনি আশ্বস্ত করেন, ‘তুমি বলছো! ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওর শাস্তি তুলে নিব।’ মেঘ তখন বলে, ‘অনেক তো শাস্তি হয়েছে। সাকিব অনেক ভালো। ওর শাস্তি মাফ করে দেন, ও যেন খেলতে পারে। ও আমার সাথে দেখা করছে। ও আমার মা-বাবার এক্সিবিশনেও এসেছিল।     স্নেহের পরশ বুলিয়ে নাজমুল তখন মেঘকে বলেন, ‘তুমি বলেছো এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না। আমি ওর শাস্তি তুলে নিব। আর তুমি ওকে বলবা ও যেন তোমার সঙ্গে সব সময় দেখা করে।’ ছোট্ট মেঘ বিসিবি সভাপতির কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও বলেছে, ‘আপনি আমাকে বলেছেন আপনি সাকিবকে মাফ করে দেবেন। আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করব মাফ করেছেন কি না।’

মেঘের মামা নওশের রোমান তাঁর ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মেঘ বোর্ড সভাপতিকে জিজ্ঞেস করে, “আপনি তো বিসিবি…।” পাপন ভাই বলেন, “হ্যাঁ”। তখন মেঘ আমাদের সবাইকে অবাক করে বলে ওঠে, “আচ্ছা, আপনি কেন এখনো সাকিবকে মাফ করে দিচ্ছেন না… আমার অনুরোধ ওর শাস্তি কমিয়ে দিন”।

আট বছর বয়সী মেঘের কাছ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না নাজমুল। ইন্ডিপেনডেন্ট টিভির তৃতীয় জন্মদিনে অতিথি হয়ে এসেছিলেন নাজমুল। তখন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান ও টক শো - আজকের বাংলাদেশের উপস্থাপক খালেদ মুহিউদ্দীন নাজমুলের সঙ্গে মেঘের পরিচয় করিয়ে দেন।

ছোট্ট মেঘের অনুরোধে বোর্ড সভাপতি নাজমুল কিছুটা অবাকই হয়ে যান। তবে মেঘকে তিনি আশ্বস্ত করেন, ‘তুমি বলছো! ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওর শাস্তি তুলে নিব।’

Photo

মেঘ তখন বলে, ‘অনেক তো শাস্তি হয়েছে। সাকিব অনেক ভালো। ওর শাস্তি মাফ করে দেন, ও যেন খেলতে পারে। ও আমার সাথে দেখা করছে। ও আমার মা-বাবার এক্সিবিশনেও এসেছিল।

স্নেহের পরশ বুলিয়ে নাজমুল তখন মেঘকে বলেন, ‘তুমি বলেছো এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না। আমি ওর শাস্তি তুলে নিব। আর তুমি ওকে বলবা ও যেন তোমার সঙ্গে সব সময় দেখা করে।’ ছোট্ট মেঘ বিসিবি সভাপতির কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও বলেছে, ‘আপনি আমাকে বলেছেন আপনি সাকিবকে মাফ করে দেবেন। আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করব মাফ করেছেন কি না।’

>>সংবাদ কন্ঠ নিউজ পোর্টালের ফ্যান পেইজের এড্রেস  :https://www.facebook.com/MySangbad