জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১৬:২৩

ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে জবস এওয়ান থেকে “কেবিন ক্রু/ এয়ার হোস্টেস” ট্রেনিং করা স্টুডেন্টদের রয়েছে আলাদা কদর

| ১৫ জ্যৈষ্ঠ ১৪২৩ | Sunday, May 29, 2016

 ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে জবস এওয়ান থেকে “কেবিন ক্রু/ এয়ার হোস্টেস” ট্রেনিং করা স্টুডেন্টদের রয়েছে আলাদা কদর 

কারণ একমাত্র jobsA1 ( জবস এওয়ান ডটকম ) শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক সিলেবাস অনুযায়ী সরকারী অনুমোদন নিয়ে গত এগারো বছর ধরে নিজেস্ব ক্যাম্পাসে  সফলতার সাথে “কেবিন ক্রু / এয়ার হোস্টেস” প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে । জবস এওয়ান থেকে পাশ করা শত শত স্টুডেন্ট আজ বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে সফলতার সাথে কাজ করছে। গত বছর সৌদি এয়ারলাইন্সে চান্স প্রাপ্তদের অনেকই জবস এওয়ানের স্টুডেন্ট ছিল। বর্তমানে জবস এওয়ানের শত শত স্টুডেন্ট চাকরি করছে Emirates airline , Saudi Arabian Airlines , Etihad Airways , RAK Airways ও Biman Bangladesh Airlines এ ।

তাই দেশী ও আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলোতে jobsA1.com এর শিক্ষার্থীদের রয়েছে আলাদা কদর । আপনিও যদি এই আলো-ঝলমলে পেশায় আসতে চান তবে জবস এওয়ান ডটকমে যোগাযোগ করুন আজই।

এয়ার হোস্টেস / কেবিন ক্রু হচ্ছে শর্ট কোর্স, তবে এর চাহিদা বিশ্ব জুড়ে। এর শিক্ষা ব্যয় যথেষ্ট কম। এটি একটি গ্ল্যামারাস চাকরি। এর বেতন যথেষ্ট ভালো এবং রয়েছে অন্যান্য সুবিধা। শুধু মেয়েরা নয় , উন্নত জীবনের প্রত্যাশীদের তরুণদের জন্যও জন্য কেবিন ক্রু একটি আকর্ষনীয় পেশা। বর্তমানে প্রচুর তরুণ সফলতার সাথে  এই পেশায় চাকরি করছে। 

✔যোগ্যতা

▬▬▬▬

এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে নিজের ক্যারিয়ার বেছে নিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি ( নুন্যতম জিপিএ ২) ‘ও’ লেভেল পাস হতে হবে। বয়স ন্যুনতম ১৬ বছর , ৩০ বছর পর্যন্ত আবেদন করা যায় । উপস্থিত বুদ্ধি-ধৈর্য্য ও সহনশীলতা, যেকোন পরিবেশে মানিয়ে নেয়ার ক্ষমতা, বিরক্তির মুহুর্তেও নিজেকে স্বাভাবিক রাখার ক্ষমতা এই চাকরিতে সফলতা এনে দেবে।

► যেকোন বিভাগ থেকে “কেবিন ক্রু/ এয়ার হোস্টেস” পদে আবেদন করা যায়।

► স্ট্যাডি গ্যাপ থাকলেও “কেবিন ক্রু/ এয়ার হোস্টেস” পদে আবেদন করা যায়।

► সন্তান সহ বিবাহিত মহিলারাও আবেদন করতে পারে।

► ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে আবেদন করা ৩০ বছর পর্যন্ত।

* * তথ্যগুলি এয়ারলাইন্সে ভেদে পরিবর্তিত হতে পারে ।

✔ বেতন ও আয়

▬▬▬▬▬▬

এই পেশার যে লাইফ স্টাইল এবং রোমাঞ্চকর অনুভূতি তা সহজেই তরুণ তরুণীদের আকর্ষণ করে। এছাড়া বেতন ও রোজগারও ভাল। মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো লক্ষাধিক, ব্রিটিশ সিঙ্গাপুর সহ অন্যান্য এয়ার লাইন্সে কেবিন ক্রু ১ লাখ টাকারও বেশি আয় করে থাকে। কেবিন ক্রু যখন যে দেশে যায় তার সে দেশে থাকা খাওয়ার খরচ ও ফ্লাইং আওয়ার ভিত্তিতে ভাতা পেয়ে থাকে। অন্যান্য পেশার চাকরির মত এই পেশায় রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল বেনিফিট, আবাসন সহ বিভিন্ন সুবিধাবলী।

► মানসম্মত ট্রেনিং এর জন্য জবস এওয়ানে যোগাযোগ করুন :

█ নিজেস্ব হেড অফিসের ঠিকানা : বসুন্ধরা শপিং সেন্টার , লেভেল -৫ , ব্লক -এ , অফিস - ১১ , পান্থপথ , ঢাকা।

█ ব্রাঞ্চ অফিস : যমুনা ফিউচার পার্ক , লেভেল -৪ , ব্লক -এ , অফিস - ৩৬ , কুডিল , প্রগতি স্মরণী , ঢাকা।

☎ : ৮১৪২২৮০ , ৮১৪৪৪৬০

☎ : ০১৭২৬ ৬৯২০০০ , ০১৮১১ ৪৪৬৬১১ , ০১৯৭৭ ১২২১২৩ , ০১৭২৬ ৬৯২০০১

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ফেইসবুকে ও যোগাযোগ করতে পারেন : Facebook.com/bdairhostess

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

✔দেখতে পারেন সফলতার গল্প  :::  ভিডিও :